November 6, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, April 4th, 2023, 8:14 pm

আসছে ঈদে মুখোমুখি শাকিব-অপু

অনলাইন ডেস্ক :

কিব-বুবলী অভিনীত ‘লিডার : আমিই বাংলাদেশ’, অনন্ত জলিল-বর্ষা অভিনীত ‘কিল হিম’, সজল-পূজা চেরী-রোশান অভিনীত ‘জ্বীন’, ববি হক-রোশান অভিনীত ‘পাপ’ ও ইয়াশ রোহান-ঐশী অভিনীত ‘আদম’ সিনেমার পর ঈদে সিনেমা মুক্তির মিছিলে যোগ দিয়েছে অপু-জয় অভিনীত ‘প্রেম প্রীতির বন্ধন’। সিনেমাটির নায়ক জয় চৌধুরী এই তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, ‘গেল সপ্তাহে সেন্সর হয়েছে। ইতোমধ্যে ২০টির মত হলও বুকিং দেওয়া হয়েছে। ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকার বড় বড় হলে চলবে সিনেমাগুলো। পাশাপাশি ৩৫ জেলার শিলকলা একাডেমিতেও সিনেমাটিতে প্রদর্শিত হবে।’ ‘প্রেম প্রীতির বন্ধন’ সিনেমাটি পরিচালনা করছেন সোলায়মান আলী লেবু। অপু-জয় ছাড়াও এতে অভিনয় করেছেন মিশা সওদাগর, আমান রেজা, তাহমিনা মৌ, এল আর খান সীমান্ত, হারুন কিসিঞ্জার, হায়দার আলী, জাদু আজাদ প্রমুখ। এবারের ঈদে শাকিব-বুবলী জুটি মুখোমুখি হচ্ছে জয় চৌধুরী-অপু বিশ্বাস জুটির। পারিবারিক কারণে চলচ্চিত্রপাড়ায় গুঞ্জন উঠেছে শাকিব-বুবলীকে টেক্কা দেবেন জয়-অপু।