November 11, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, September 4th, 2022, 7:30 pm

আসছে কষ্টের গল্প ‘জোনাকিরা জানে শুধু’

অনলাইন ডেস্ক :

গত শীতে হাফিজের তার হাত ধরে নিজ ঘর ছেড়ে পালায় জোনাকি। তার বাবা আর ভাইয়েরা লাঠিয়াল নিয়ে তন্ন তন্ন করে খুঁজেও পায় না। থানায় করে মামলা। কিন্তু ধরা পড়ে না হাফিজ-জোনাকি। পালিয়ে যায় অনেক দূরের গ্রামে! কাজ নেয় মাতবরদের খামার বাড়ি পাহারার। সারারাত মাছের খামারেই পড়ে থাকে হাফিজ। একা ঘরে জোনাকি, রাত কাটায় জোনাক পোকাদের সঙ্গে গল্প করে। এমন এক ঘর পালানো নিঃসঙ্গ প্রেমের গল্প নিয়ে হিমু আকরাম নির্মাণ করছেন টেলিছবি ‘জোনাকিরা জানে শুধু’। পুবাইল চটের আগা এলাকায় গত তিনদিন ধরে চলছে এর শুটিং পর্ব। ছবির প্রধান দুই চরিত্রে অভিনয় করছেন ওয়েবে আলোচিত অভিনেতা শ্যামল মাওলা আর টিভি নাটকের উঠতি নায়িকা রুকাইয়া জাহান চমক। আরও আছেন শহীদুজ্জামান সেলিম, টুনটুনি সোবহান, ইকবাল হোসাইন, সঞ্জীব আহমেদ প্রমুখ। হিমু আকরামবলেন, ‘শ্যামল এখন টিভির জন্য কাজ করে না বললেই চলে। কারণ ওয়েব ব্যস্ততা। তবে এই গল্পটি পড়ে সে সম্মত হয়েছে। কাজটি করছে। এটা ভালোলাগার বিষয়। আর চমকও এই সময়ের ব্যস্ত অভিনেত্রী। আমার গল্পটির সঙ্গে দু’জনেই মিশে গেছেন। আশা করছি নতুন কিছু দেখতে পাবেন দর্শকরা।’ গল্পের একটা পর্যায়ে দেখা যাবে, রাতভর বৃষ্টি হচ্ছে। হাফিজের মাচায় উঠে আসে জাত সাপ। কামড় বসায় তার পায়ে। সেই রাতে মাতবর সাহেব জোনাকির ঘরে আসে! কী কথা বলে অসহায় জোনাকির সাথে? জানে শুধু জোনাকিরা! হিমু আকরাম জানান, চরিত্রের প্রয়োজনে গত তিনদিন ধরে কৃত্রিম বৃষ্টিতে ভিজে, খালের পানিতে ডুবে বেজায় কষ্ট করছেন শ্যামল-চমক। চরিত্রের প্রতি যেমন একাগ্রতা সচরাচর মেলে না বলেই মন্তব্য করেন মেধাবী এই নির্মাতা ও গল্পকার।