December 10, 2022

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, October 4th, 2022, 7:11 pm

আসছে জয়ার ‘পেয়ারার সুবাস’

অনলাইন ডেস্ক :

আগামী জানুয়ারিতে মুক্তি পেতে যাচ্ছে দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান অভিনীত ‘পেয়ারার সুবাস’ সিনেমা। নুরুল আলম আতিকের এই সিনেমাটির শুটিং শেষ হলেও নানা কারণে এতদিন মুক্তি পায়নি। অবশেষে সব জটিলতা কাটিয়ে দর্শকের সামনে সিনেমাটি আসতে চলেছে বলে জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই। নুরুল আলম আতিকও জানিয়েছেন, ‘আমরা দর্শকের কাছে সিনেমাটি পৌঁছে দিতে প্রস্তুত। দীর্ঘদিনের অপেক্ষার অবসান হবে জানুয়ারিতে।’ এ সিনেমা প্রসঙ্গে অভিনেত্রী জয়া আহসান বলেছিলেন, ‘ছবিটি নিয়ে বলতে পারি, এটা একটা দুর্র্ধষ ছবি। আতিক যে বিষয়টি নিয়ে ছবিটি নির্মাণ করেছেন, এ ধরনের বিষয় সাধারণত কেউ স্পর্শ করে না। কেউ সাহস দেখায় না। সেই হিসেবে আতিক এমন একটা বিষয় নিয়ে ছবি নির্মাণের সাহস দেখিয়েছে। ছবিটি বৈবাহিক সম্পর্কের গল্প নিয়ে নির্মিত। কেমন হয়েছে, সেটা দর্শক ভালো বলতে পারবেন।’ শুটিং হয়েছে সিরাজগঞ্জ ও পাবনায় সিনেমাটির। জয়া ছাড়াও অভিনয় করেছেন তারিক আনাম খান, আহমেদ রুবেলসহ অনেকে।