July 27, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, February 24th, 2022, 7:10 pm

আসছে নতুন ধারাবাহিক ‘হাফ মেন্টাল পাড়া’

অনলাইন ডেস্ক :

সিনেমা নিয়ে ব্যস্ত থাকার পর আবারও ধারাবাহিক নাটক নির্মাণে জয় সরকার। নাটকের নাম ‘হাফ মেন্টাল পাড়া’। এতে অভিনয় করেছেন মারজুক রাসেল, আনিসুর রহমান মিলন, মুকিত জাকারিয়াসহ আরও অনেকে। এস আর মাল্টিমিডিয়ার প্রযোজনায় নাটকটির গল্পে দেখা যাবে, গ্রামের নাম কুসুমপুর। কিন্তু এই কুসুমপুরের একটা পাড়া মেন্টাল পাড়া হিসেবে পরিচিত। এই পাড়ার সব কটি পরিবারেই কমপক্ষে একজন করে মেন্টাল আছে। কারও বাড়ির বাবা, কারও বাড়ির ছেলে আবার কারও বাড়ির মেয়ে-। কিংবা কারও বাড়ির সবাই মেন্টাল। বংশপরম্পরায় তারা এই ধারা বয়ে চলেছে এবং সেটা নিয়ে তারা গর্বও করে। তবে তাদের পাগলামির ধরন ভিন্ন-কেউ নীতিবান পাগল, কেউ প্রেমের পাগল, কেউ ফেসবুক পাগল, কেউ সেলফি পাগল, কেউ টিকটক পাগল, কেউ ইলেকশনের পাগল, কেউ ক্ষমতার পাগল, কেউ ভাবের পাগল, কেউ কথার পাগল, কেউ মামলার পাগল। কুসুমপুরের অন্যান্য মানুষজন এটা নিয়ে খুব মজা করে। যদি মেন্টাল পাড়ার কেউই স্বীকার করে না তারা পুরোপুরি পাগল। তাদের দাবি হচ্ছে, তাদের মাথায় সমস্যা থাকলেও সেটা খুব বেশি নয়। তাই তাদের মেন্টাল বলা ঠিক নয়। বরং তাদের হাফ মেন্টাল বলা যায়। সেই থেকে তাদের পাড়ার নাম হয়ে যায় হাফ মেন্টাল পাড়া। এ রকমই একটি গল্পের নাটক ‘হাফ মেন্টাল পাড়া’। সম্প্রতি জাকির হোসেন উজ্জ্বলের রচনায় ‘হাফ মেন্টাল পাড়া’ নামে নতুন একটি ধারাবাহিক নাটক নির্মাণ শুরু করেছেন জয় সরকার। পুবাইল ও ৩০০ ফুটে নাটকটির শুটিং চলছে। এতে অভিনয় করছেন মারজুক রাসেল, আনিসুর রহমান মিলন, মুকিত জাকারিয়া, ওয়াহিউল হক রুমি, মুসাফির সৈয়দ বাচ্চু, নাবিলা ইসলাম, নাদিয়া নদী, সাবরিনা সুইটি, শেলী আহসান, হান্নান শেলীসহ অনেকে। নির্মাতা বলেন, ধারাবাহিকটির নামের সঙ্গে গল্পের মিল খুঁজে পাবেন দর্শক। অনেক দিন পর ভিন্ন আঙ্গিকে ধারাবাহিক নাটক নির্মাণ শুরু করেছি। তাই গল্প নির্বাচনে সতর্ক ছিলাম। এ ধারাবাহিকে প্রত্যেকের চরিত্রেও দর্শক নতুনত্ব পাবে। নির্মাতা জানান, সবকিছু ঠিকঠাক করে শিগগিরই একটি বেসরকারি চ্যানেলে নাটকটি প্রচার শুরু হবে।