September 18, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, August 14th, 2024, 7:49 pm

আসছে ‘নীল ঘূর্ণি’তে দ্বৈত চরিত্রে অপূর্ব

অনলাইন ডেস্ক :

দীর্ঘদিন পর আবার ধারাবাহিক নাটকে ফিরছেন ছোট পর্দা ও ওটিটির জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। একক নাটকের পাশাপাশি তিনি এর আগে অভিনয় করেছেন ‘রমিজের আয়না’, ‘গুলশান এভিনিউ’, ‘কবি’, ‘কাগজের ঘর’-এর মতো ধারাবাহিকে। নতুন ধারাবাহিকটির নাম ‘নীল ঘূর্ণি’। এতে অপূর্বকে দেখা যাবে দ্বৈত চরিত্রে। পাঁচ বছর আগে শুটিং শেষ করা ধারাবাহিকটি পরিচালনা করেছেন সৈয়দ শাকিল। এতে অপূর্বর বিপরীতে অভিনয় করেছেন জাকিয়া বারী মম। বুধবার (১৪ আগষ্ট) থেকে প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ১০টায় আরটিভিতে প্রচারিত হবে ধারাবাহিকটি।

ধারাবাহিক নাটকটির গল্পে দেখা যাবে, আন্ডারওয়ার্ল্ডের অঘোষিত ডন বাদল। সম্প্রতি সে তার পার্টনার আয়ানকে খুন করে বিশ্বাসঘাতকতার দায়ে। তাকে একদিকে খুঁজছে আয়ানের লোক, অন্যদিকে খুঁজছে পুলিশ। শোনা যায়, সে নাকি কক্সবাজারে গা ঢাকা দিয়েছে। এদিকে অনিক ও স্পর্শী হানিমুনে এসেছে কক্সবাজার। বাদলের প্রতিপক্ষ রইসের লোকেরা অনিককে বাদল ভেবে ধরে নিয়ে যায়।

এরপর নানা ঘটনার মধ্য দিয়ে এগিয়ে যায় গল্প। অপূর্ব বলেন, ‘এই ধারাবাহিকটিতে আজ থেকে প্রায় পাঁচ বছর আগে অভিনয় করেছিলাম। গল্পের কারণেই এ ধারাবাহিকে অভিনয় করা হয়েছিল। এরপর আমি আর কোনো ধারাবাহিক নাটকে অভিনয় করিনি। ওটিটি ও খন্ড নাটকের কাজ নিয়েই ব্যস্ততা বেড়েছে। শাকিল ভাই ভীষণ গুণী একজন নির্মাতা। খুব সুন্দরভাবে গল্পটি ফুটিয়ে তুলেছেন তিনি।’

নির্মাতা সৈয়দ শাকিল বলেন, ‘অপূর্ব, মমসহ আরও যারা এই ধারাবাহিকে অভিনয় করেছেন, প্রত্যেকেই তাদের চরিত্রে যতœশীল ছিলেন। আমার বিশ্বাস ধারাবাহিকটি দর্শকের ভালো লাগবে।’ শফিকুর রহমান শান্তনুর রচনায় নির্মিত ধারাবাহিকটিতে আরও অভিনয় করেছেন সাজু খাদেম, আরফান আহমেদ, অ্যানি খান, অ্যামেলি হক, ফারুক আহমেদ, রাশেদ মামুন অপুসহ আরও অনেকে।