অনলাইন ডেস্ক :
রূপকথা বা বিজ্ঞানের কোনোও কল্পকাহিনী নয়, একেবারে বাস্তবেই উড়ন্ত গাড়ি বা ফ্লাইং কার বাজারে নিয়ে আসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি বিশ্বের প্রথম উড়ন্ত গাড়িকে বাজারে আনার জন্য অনুমোদন দিয়েছে আমেরিকার বেসামরিক বিমান পরিবহণ নিয়ন্ত্রক সংস্থা ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম ইউএসএ টুডে জানিয়েছে, চলতি বছর জুনে মার্কিন বিমান প্রস্তুতকারক প্রতিষ্ঠান আলেফ অ্যারোনটিক্সের ‘মডেল এ’ নামক ফ্লাইং কারকে পরীক্ষামুলকভাবে ওড়ার জন্য ছাড়পত্র দিয়েছে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। ২০২৫ সালের শেষের দিকে বাজারে আসছে গাড়িটি। আলেফ অ্যারোনটিক্স জানিয়েছে অনুমোদিত উড়ন্ত গাড়িটি শতভাগ বৈদ্যুতিক। সবকিছু ঠিকঠাক থাকলে দুই বছর পর অর্থাৎ আগামী ২০২৫ সালে ‘মডেল এ’ নামক এই উড়ন্ত গাড়িকে বাজারে নিয়ে আসার আশা করছে তারা।
তবে ফ্লাইট নেওয়ার আগে গাড়িটিকে জাতীয় মহাসড়ক এবং ট্রাফিক সেফটি অ্যাডমিনিস্ট্রেশনের নিরাপত্তার মানগুলো পূরণ করতে হবে। তারা আরও জানায়, ‘মডেল এ’ নামক গাড়িটি প্রাথমিকভাবে এক থেকে দুইজন যাত্রী বহন করতে পারবে। আলোড়ন সৃষ্টিকারী এই গাড়িটির মূল্য ধরা হয়েছে ৩ লাখ মার্কিন ডলার বা প্রায় ৩ কোটি ২৩ লাখ টাকা। মাটিতে এবং আকাশে দুই অবস্থায় চলাচল করতে পারবে গাড়িটি। তবে মাটিতে ঘণ্টায় ২৫ মাইলের বেশি গতিতে চলতে পারবেনা গাড়িটি, চালকের দ্রুততার প্রয়োজন হলে গাড়ির ফ্লাইট মোড ব্যবহার করতে পারবে।ইতিমধ্যেই উড়ন্ত গাড়ির প্রি অর্ডারের বুকিং নেয়া শুরু করেছে নির্মাতা প্রতিষ্ঠান আলেফ অ্যারোনটিক্স। তাদের দাবি, ৪৪০টি গাড়ির বুকিং নিয়েছে তারা। ক্রেতাদের মধ্যে কর্পোরেট সংস্থা থেকে শুরু করে বিত্তশালীরা রয়েছেন বলে জানিয়েছে তারা।
আরও পড়ুন
বিদ্যুৎ উৎপাদনকারীদের কাছে বিপিডিবির বকেয়া পরিশোধে নতুন বন্ড ইস্যুর কথা ভাবছে অন্তর্বর্তীকালীন সরকার
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে তৃতীয় ইউনিট সচল, গ্রিডে যোগ হচ্ছে ২৮৫ মেগাওয়াট
মন্ত্রণালয় পাটজাত পণ্যের ব্যবহার বাড়াতে পলিসি সহায়তা দেবে: রিজওয়ানা হাসান