November 4, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, February 9th, 2023, 8:22 pm

আসছে ভালোবাসা দিবসে অপূর্ব ও পায়েল

অনলাইন ডেস্ক :

টিভি নাটকের ব্যস্ততম তারকা জিয়াউল ফারুক অপূর্ব। তবে সাম্প্রতিক সময়ে তিনি ঝুঁকছেন ওটিটি প্ল্যাটফর্মের দিকে। হাতে রয়েছে একাধিক ওয়েব-প্রজেক্ট। ফলে নাটকের অপূর্বকে দর্শক কিছুটা মিস করছেন বটে। আসন্ন ভালোবাসা দিবসে অবশ্য অপূর্বের নাটকের ভাঁটা কেটে যাবে। কারণ ভ্যালেন্টাইন উপলক্ষে তিনি বেশ কয়েকটি নাটকে কাজ করেছেন। এর মধ্যে একটি হলো ‘ঈর্ষা’। ১৪ ফেব্রুয়ারিকে সামনে রেখে এটি উন্মুক্ত হবে সিএমভির ইউটিউব চ্যানেলে। মেজবাহউদ্দীন সুমনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সৈয়দ শাকিল। এতে অপূর্বের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন কেয়া পায়েল। নির্মাতা সৈয়দ শাকিল জানালেন, তুর্জ ও রাত্রি নামের এক নবদম্পতির গল্পে এগিয়েছে ‘ঈর্ষা’। এতে বিচ্ছেদের বিষণ্ণ সুর যেমন আছে, তেমনি আছে ভালোবাসার মিষ্টতা। গল্পের তুর্জ ও রাত্রির ভূমিকায় থাকছেন যথাক্রমে অপূর্ব ও পায়েল। এদিকে ভালোবাসা দিবস উপলক্ষে অপূর্বের আরও কয়েকটি নাটক প্রচার হবে। এর মধ্যে রয়েছে তৌফিকুল ইসলাম পরিচালিত ‘ফিরে এসো সুরঞ্জনা’, বি ইউ শুভর নির্মাণে ‘বেঁচে থাকুক ভালোবাসা’, রুবেল হাসানের ‘ওভার স্মার্ট’ ইত্যাদি। ওটিটিতে অপূর্বের নতুন চমক ‘বুকের মধ্যে আগুন’। তানিম রহমান অংশুর পরিচালনায় সিরিজটির কাজ শেষ। এখন মুক্তির অপেক্ষা। তবে বলাবলি হচ্ছে, এর গল্পে প্রয়াত নায়ক সালমান শাহর ঘটনার ছায়া রয়েছে। তাই সিরিজটির মুক্তি আটকাতে ব্যবস্থা নিয়েছে সালমান শাহর পরিবার। কলকাতার ওটিটি প্ল্যাটফর্ম হইচইতে আগামী (১৭ ফেব্রুয়ারি) সিরিজটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।