অনলাইন ডেস্ক :
ছোট পর্দার জনপ্রিয় নির্মাতা সঞ্জয় সমদ্দার। ‘গেম ওভার’, ‘যে শহরে টাকা ওড়ে’ এবং ‘ট্রল’ বানিয়ে তুমুলভাবে আলোচনায় আসা জনপ্রিয় নির্মাতা সঞ্জয় সমদ্দার। বিশেষ করে থ্রিলার গল্প ভিন্নভাবে উপস্থাপন করে মুনশিয়ানা দেখিয়েছেন এ নির্মাতা। পেয়েছেন দর্শকের ভালোবাসাও। সেই প্রাপ্তির মুকুটে পালক যোগ করতেই আসছে গুণী এই নির্মাতার আরেক নির্মাণ ‘অমানুষ’। এই ওয়েব ফিকশনটি রচনা করেছেন ইশতিয়াক অয়ন। এতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম, তানজিন তিশাসহ এতে বিভিন্ন চরিত্রে আরও থাকবেন, দীপা খন্দকার, শাহেদ আলী সুজন, টাইগার রবি ,ডন, ফরহাদ লিমন। গল্পের বিষয়ে নির্মাতা জানান, হৃদয়বিদারক প্রেমের গল্পের ওপর গড়ে উঠেছে এই সিনেমাটি। তবে বরাবরের মতোই এখানেও একটি সোশ্যাল মেসেজ দিয়েছেন সঞ্জয় সমদ্দার। গত ৮ ডিসেম্বর শুরু হয় ‘অমানুষ’র শুটিং। পুরান ঢাকা, উত্তরাসহ বিভিন্ন এলাকায় শুটিং হয় বলে জানান পরিচালক। ২৪ এপ্রিল মুক্তি পায় বহুল প্রতীক্ষিত এই ফিকশনের ট্রেলার। ঈদের দ্বিতীয় দিন মুক্তি পাবে ‘অমানুষ’।
আরও পড়ুন
ইউটিউব থেকে সরানো হলো শাকিবের ‘তুফান’
চিন্তিত অনন্যা পান্ডে
কনাকে নিয়ে সুখবর দিলেন আসিফ