October 11, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, June 20th, 2023, 7:59 pm

আসছে রাজ-তিশার ‘রক্তজবা’

অনলাইন ডেস্ক :

আসন্ন ঈদে ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পেতে যাচ্ছে নুসরাত ইমরোজ তিশা এবং শরিফুল রাজ অভিনীত নতুন ছবি ‘রক্তজবা’। গেল সপ্তাহে এমন ঘোষণা দেয় ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম। এবার জানা গেল মুক্তির তারিখ। ‘কাঠবিড়ালী’ খ্যাত তরুণ নির্মাতা নিয়ামুল মুক্তা পরিচালিত বহুল প্রতীক্ষিত ‘রক্তজবা’ সিনেমাটি আগামী মঙ্গলবার আইস্ক্রিনে স্ট্রিমিং হবে। ২৫ টাকা সাবস্ক্রিপশন ফি দিয়ে যে কেউ আইস্ক্রিনে সিনেমাটি উপভোগ করতে পারবেন। একজন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকের কাছে আসা একটি চিঠিকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে ‘রক্তজবা’র গল্প।

যে চিঠির মাধ্যমে শিক্ষক ফিরে যান একযুগ আগে। অতীত এবং চলমান ঘটনার মিশেলে একে একে উন্মোচিত হতে থাকে নানান রহস্য। নিয়ামুল মুক্তা ‘রক্তজবা’য় বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ, শিল্পী সরকার অপু, জয়িতা মহলানবিশ, অরিত্র আরিয়া, কামরুল জিন্নাহ, উজ্জ্বল কবির হিমু, কাজী তানভির, অপু প্রমুখ। ‘রক্তজবা’র কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন মুহাম্মাদ তাসনীমুল হাসান। চিত্রগ্রহণে বরকত হোসেন পলাশ।