November 2, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, October 23rd, 2021, 9:01 pm

আসছে শাহীন-আফরান নিশোর ‘সিন্ডিকেট’

নিজস্ব প্রতিবেদক:

‘মরীচিকা’ ওয়েব সিরিজ দিয়ে দারুণ সফল শিহাব শাহীন-আফরান নিশো জুটি। নির্মাতা শিহাব অবশ্য তারও আগে ওয়েবে জাত চিনিয়েছেন ‘আগস্ট ১৪’ বানিয়ে। সে ক্ষেত্রে ‘মরীচিকা’ দিয়ে আফরান নিশোর ওটিটি সিরিজে অভিষেক ভালোই জমকালো হলো। সেই রসদ নিয়ে দু’জনে এক হলেন আবারও, পরিকল্পনা করছেন নতুন ‘সিন্ডিকেট’ তৈরির।নিশ্চিত করলেন শিহাব শাহীন। বললেন, ‘ক্রাইম থ্রিলার ঘরানার হবে নতুন সিরিজটি। নিশো থাকছে এবারও। সঙ্গে তাসনিয়া ফারিণ। আরও কিছু চমক রয়েছে, চূড়ান্ত করেই জানাবো।’ নাম থেকে আগাম স্পষ্ট, শিহাব শাহীন এবার ওয়েবে তুলে আনবেন সিন্ডিকেট বাণিজ্য বা দুর্নীতির বিষয়টি। হতে পারে কোনও সত্য ঘটনার ছায়া ধরেই আগাবেন তিনি। যদিও এসব বিষয়ে এখনই বেশি কিছু বলতে চাইছেন না ওটিটিতে শক্ত ভিত গড়ে তোলা এই নির্মাতা। এই সিরিজ নিয়ে বরাবরের মতো এবারও মুখফুটে কিছু বলছেন না আফরান নিশো। তবে কথা বলেছেন তার নায়িকা, তথা ‘লেডিস এ- জেন্টলম্যান’-খ্যাত তাসনিয়া ফারিণ। বললেন, ‘ওটিটি প্ল্যাটফর্মে এ পর্যন্ত যে কয়টি কাজ করেছি, ভালো সাড়া পেয়েছি। টিভিতেও, প্রস্তাব পেলেই সব কাজ করি না। ওটিটিতে এসে সেটি আরও মানার চেষ্টা করছি। খুব সিলেক্টিভ কাজগুলোই করছি। নতুন সিরিজটি সেই বিশেষ তালিকারই অংশ বলে মনে হয়েছে।’ শিহাব শাহীন জানান, ঢাকা-চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে ডিসেম্বর থেকে শুটিং শুরু করবেন ‘সিন্ডিকেট’র। কারণ, এই সিরিজে কুয়াশাও নাকি নির্মাতার চোখে দরকারি চরিত্র!