October 30, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, July 25th, 2022, 7:50 pm

আসছে শোয়েবের বায়োপিক

অনলাইন ডেস্ক :

পাকিস্তানি গতিদানব শোয়েব আখতারের জীবনী নিয়ে আসছে বায়োপিক। নাম ‘‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’। শোয়েব তাঁর আসন্ন বায়োপিকের টিজার প্রকাশ করেই জানিয়ে দিলেন যে, এবার তাঁর জীবন ফুটে উঠবে পর্দায়। শোয়েব তাঁর এক্সপ্রেস গতির বোলিংয়ের জন্যই ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ নামে পরিচিত। টুইটারে বায়োপিকের ভিডিও পোস্ট করে শোয়েব লিখেছেন, ‘অসাধারণ এক যাত্রার সূচনা হচ্ছে। আমার বায়োপিকের ঘোষণা দিচ্ছি। যেখানে আমার গল্প, আমার জীবন ফুটে উঠবে। সমস্ত প্রতিক‚লতার বিরুদ্ধে ছুটে যাওয়াই ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’। আপনারা এমন এক রাইড নিতে চলেছেন, যা আগে কখনো নেননি। পাকিস্তানি স্পোর্টসপার্সনের ওপর এই প্রথম কোনো বিদেশি ছবি হচ্ছে। ’ এই টুইটের সঙ্গে ‘কন্ট্রোভার্সিয়ালি ইওরস’ লিখে শোয়েব বুঝিয়ে দিলেন যে বিতর্কিত হতে চলেছে তাঁর বায়োপিক। আগামী বছর ১৬ নভেম্বর আখতারের বায়োপিক মুক্তি পাবে। মোহাম্মদ ফরাজ কাইজার এই ছবিটি পরিচালনা করছেন। আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ডেলভারির রেকর্ডটি এখনো শোয়েবের দখলে। ২০০৩ সালে ইংল্যান্ডের বিপক্ষে শোয়েব ঘন্টায় ১৬১ কিলোমিটার বেগে বোলিং করেছিলেন। শোয়েব ১৯৯৭ থেকে ২০১০ সাল পর্যন্ত পাকিস্তানের হয়ে খেলেছেন। ৪৬টি টেস্টে তাঁর শিকার ১৭৮টি উইকেট। ১৬৩টি ওয়ানডে তাঁর উইকেটসংখ্যা ২৪৭টি। এ ছাড়া ১৫টি টি-টোয়েন্টি ম্যাচে তিনি ১৯টি উইকেট নিয়েছেন।