অনলাইন ডেস্ক :
সালমান খান ও জ্যাকলিন ফার্নান্দেজ অভিনীত সুপারহিট সিনেমা ‘কিক’-এর সিক্যুয়েল আনতে যাচ্ছেন পরিচালক ও নির্মাতা সাজিদ নাদিয়াদওয়ালা। সম্প্রতি ‘কিক ২’ আনার ঘোষণা দিলেন এই পরিচালক-প্রযোজক। একটি নিউজ পোর্টালকে দেওয়া সাক্ষাৎকারে সাজিদ বলেন, সিনেমা বানানো একটি সৃজনশীল কাজ। তিনি প্রত্যেকবার দর্শকদের থেকে ভালো সাড়া পেয়ে আসছেন। ‘কিক’ নিয়েও দর্শকদের প্রত্যাশা অনেক। সাজিদ আরো শেয়ার করেছেন, সিনেমাটির বিষয়বস্তু তার হাতে রয়েছে, তবে কিছুটা সময়ের প্রয়োজন। সিনেমাটি মুক্তির জন্য বড় পরিসরের অর্থ এবং সময়ের প্রয়োজন। সবকিছু ঠিকঠাক হয়ে গেলে ‘কিক ২’-এর কাজ শুরু করে দেওয়া হবে। তিনি আরো বলেন, সালমান খান সিনেমার স্ক্রিপ্ট দেখেছেন।
সালমান খান এখন ব্যস্ত রয়েছেন স্পাই ইউনিভার্সের আসন্ন চলচ্চিত্র ‘টাইগার থ্রি’ সিনেমা নিয়ে। এতে ক্যাটরিনা কাইফ ও ইমরান হাশমিকেও দেখা যাবে। সিনেমায় একটি বিশেষ চরিত্রে ক্যামিও হিসেবে হাজির থাকবে ‘পাঠান’ খ্যাত শাখরুখ খান। ‘টাইগার ৩’ এই বছর দীপাবলিতে মুক্তি পাবে। সূত্র : টাইমস অফ ইন্ডিয়া
আরও পড়ুন
ইউটিউব থেকে সরানো হলো শাকিবের ‘তুফান’
চিন্তিত অনন্যা পান্ডে
কনাকে নিয়ে সুখবর দিলেন আসিফ