October 14, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, November 15th, 2023, 8:07 pm

আসিফের সঙ্গী এবার শ্রেয়া ঘোষাল

অনলাইন ডেস্ক :

বলিউডের জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষালের সঙ্গে একটি গানে কণ্ঠ মেলাচ্ছেন বাংলা গানের জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। সবকিছু ঠিক থাকলে আগামী ২৪ নভেম্বর গানটিতে কণ্ঠ দেবেন শ্রেয়া। সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছেন আসিফ নিজেই। ২০০৩ সালে ভারতের নন্দিত কণ্ঠশিল্পী কবিতা কৃষ্ণমূর্তির সঙ্গে ডুয়েট গান করেছিলেন আসিফ। সেই স্মৃতির প্রসঙ্গ টেনে আসিফ বলেন, ‘শ্রেয়া ঘোষাল তখন ছোট ছিলেন। বিগত দেড় দশকে তিনি নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। পাঁচবার ভারতের জাতীয় পুরস্কার পাওয়া শ্রেয়া ঘোষালের কণ্ঠের ফ্যান আমি। ভার্সেটাইল এই গায়িকার সুরে বিমোহিত সারা বিশ্ব। মাস তিনেক ধরে চলছিল শ্রেয়া আর আমার ডুয়েট গানের প্রজেক্ট নিয়ে আলোচনা।

অবশেষে সিদ্ধান্ত হয়েছে একটি হিন্দি, একটা বাংলা গান রেকর্ড করা হবে।’ প্রথমে তৈরি হচ্ছে হিন্দি গানটি। এতে শ্রেয়ার কণ্ঠ দেয়ার তারিখ চূড়ান্ত; তবে আসিফ কবে নাগাদ গাইবেন, তা নিশ্চিত নয়। কেননা, তিনি কয়েক দিন ধরে অসুস্থ। সুস্থ হয়ে মুম্বাইয়ে গিয়ে গানটিতে কণ্ঠ দেবেন তিনি। আসিফ জানান, গানটি লিখেছেন রবি বাসনেত। সুর-সংগীত করছেন রাজীব রায় চৌধুরী ও মনতোষ দেঘরিয়া। ফ্রান্সভিত্তিক প্রতিষ্ঠান বিলিভ মিউজিকের ব্যানারে প্রকাশ হবে গানটি।