October 6, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, April 18th, 2022, 8:54 pm

‘আস্থার ঘাটতি দূর করে বিশ্বাসযোগ্য নির্বাচনের ব্যবস্থা করতে চাই’

নির্বাচন কমিশন তাদের ওপর আস্থার ঘাটতি দূর করে বিশ্বাসযোগ্য নির্বাচনের ব্যবস্থা করতে চায় বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

তিন বলেছেন, ‘আস্থার সংকট দূর করে বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা আপনাদের (মিডিয়া ও বিশিষ্ট ব্যক্তিবর্গ) সঙ্গে সংলাপের ব্যবস্থা করেছি। আমরা আস্থার সংকট দূর করে পক্ষপাতদুষ্টতার ঊর্ধ্বে নির্বাচন করতে চাই।’

সোমবার নগরীর আগারগাঁও এলাকার নির্বাচন ভবনে গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে এক মতবিনিময় সভায় স্বাগত বক্তব্যে সিইসি এসব কথা বলেন।

হাবিবুল আউয়াল বলেন, নির্বাচন কমিশনের দায়িত্ব নেয়ার সঙ্গে সঙ্গে তারা স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা শুরু করেছেন।

তিনি বলেন, ‘আমরা আপনাদের মতামত নিবো এবং তা পর্যালোচনা করব। সংলাপের মতামত নিয়েই আগামী দ্বাদশ জাতীয় নির্বাচনের রোডম্যাপ তৈরি করা হবে।’

এর আগে গত ফেব্রুয়ারিতে গঠিত সিইসি কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে নির্বাচন কমিশন তিন দফায় শিক্ষাবিদ, সুশীল সমাজের সদস্য এবং প্রিন্ট মিডিয়ার সিনিয়র সাংবাদিকদের সঙ্গে আলোচনায় বসেছেন।

—ইউএনবি