October 12, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, April 5th, 2022, 7:52 pm

আহমেদ শাওকীর নতুন ওয়েব সিরিজে চঞ্চল

অনলাইন ডেস্ক :

টিভি নাটক, সিনেমা ও ওয়েব সিরিজ তিন মাধ্যমেই জনপ্রিয় অভিনেতা চঞ্চর চৌধুরী। ‘তাকদীর’ ওয়েব সিরিজ দিয়ে দুই বাংলায় তুমুল প্রশংসা পেয়েছেন তিনি। সাফ্যলের সেই ধারাবাহিকতায় আবারও জুটি হয়ে আসছেন চঞ্চল ও ‘তাকদীর’র পরিচালক সৈয়দ আহমেদ শাওকী। নতুন একটি ওয়েব সিরিজ নির্মাণ করছেন শাওকী। এর নাম ‘কারাগার’। এতে প্রধান চরিত্রে দেখা যাবে চঞ্চল চৌধুরী। ‘কারাগার’- এ অভিনয়ের বিষয়টি নিশ্চিত করেছেন ‘মনপুরা’র অভিনেতা নিজেই। তবে কেমন হবে তার চরিত্র, কী আমেজের গল্প কিছুই বলতে নারাজ তিনি। আরও অভিনয়ে কে থাকছেন সিরিজটিতে তাও জানাননি চঞ্চল। তিনি বলেন, ‘আপাতত মাথায় ‘কারাগার’ ঘুরছে। শুটিংয়ের আগে নিজেকে প্রস্তুত করছি। আশা করছি দর্শক উপভোগ করবেন এমন একটি ওয়েব সিরিজ হবে ‘কারাগার’।’ তিনি আরও বলেন, ‘পরিচালক শাওকী খুব যতœ নিয়ে কাজ করে। নির্মাতা আর অভিনেতা যার যার কাজ সততার সঙ্গে করলে দর্শকের মন কাড়বেই। তাই আমি দর্শকদের কাছে নিজেকে উপস্থাপনের ক্ষেত্রে খুব সচেতন থাকার চেষ্টা করি।’ জানা গেছে, এই বছরের শেষে দিকে ‘কারাগার’ ভারতীয় ওটিটি প্লাটফর্ম ‘হইচই’ মুক্তি দেবে। এছাড়াও এবার ঈদের জন্য কিছু নাটকে অভিনয় করছেন চঞ্চল।