November 10, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, March 31st, 2023, 8:57 pm

আয়করে ই-পেমেন্ট বাধ্যতামূলক

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:

আয়কর সংক্রান্ত লেনদেনের ক্ষেত্রে ই-পেমেন্ট বাধ্যতামূলক করে প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। প্রজ্ঞাপন জারি হওয়ায় এখন থেকে আয়কর সংক্রান্ত সব লেনদেন অনলাইনের মাধ্যমে পরিশোধে বাধ্যবাধকতা রয়েছে। গত ২৬ মার্চ জারি করা প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে। এতে বলা হয়েছে, উৎসে কর, অগ্রিম করসহ সব ধরনের করের ক্ষেত্র অনলাইনে পরিশোধ বাধ্য করা হয়েছে। আয়কর সংক্রান্ত এ প্রজ্ঞাপনে কোনো ধরনের আপত্তি থাকলে তা আগামী ১৫ দিনের মধ্যে আমলে আনা হবে বলে এনবিআর সংশ্লিষ্টরা জানিয়েছেন। আইএমএফের পরামর্শে রাজস্ব ব্যবস্থা অটোমেশনে যেতে এ সিদ্ধান্ত নিয়েছে এনবিআর। রাজস্ব বোর্ডের করনীতির সদস্য ড. সামস উদ্দিন আহমেদ সই করা নতুন প্রজ্ঞাপন অনুসারে, এখন থেকে আয়কর রিটার্নের সঙ্গে জমা দেওয়া কর অনলাইনে পরিশোধ করতে হবে। ই-পেমেন্ট পদ্ধতিতে আয়করের অর্থ পরিশোধের জন্য ব্যাংকে অনুরোধ বার্তা পাঠানোর পর সংশ্লিষ্ট বাণিজ্যিক ব্যাংক থেকে কেন্দ্রীয় ব্যাংকে তা জমা (ট্রেজারি ডিপোজিট) হবে। এরপর বাংলাদেশ ব্যাংক থেকে স্বয়ংক্রিয়ভাবে তা এনবিআরে রক্ষিত সমন্বিত আয়কর প্রশাসন পদ্ধতির (আইভিএএস) তথ্যভান্ডারে আসবে। এতে আরও বলা হয়, আইভিএএস থেকে চালান নম্বরসহ তা করদাতা, সংশ্লিষ্ট কর সার্কেল অফিস, সরকারের মহা হিসাব নিরীক্ষকের কার্যালয়ে এ-সংক্রান্ত নোটিফিকেশন যাবে। এই ইলেকট্রনিক নোটিফিকেশনে উল্লিখিত চালান নম্বর, তারিখ, রাজস্ব দপ্তরে অফিসের কোড এবং জমা করা অর্থের পরিমাণ সিএজি অফিস থেকে যাচাই করে তা সঠিক পাওয়া গেলে কর অঞ্চলে ট্রেজারি চালানের বিকল্প হিসেবে তা গ্রহণ করবে।