October 12, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, April 6th, 2022, 8:01 pm

ইংল্যান্ডের ঘরোয়া টুর্নামেন্টও দল পেলেন না সাকিব

অনলাইন ডেস্ক :

ইংল্যান্ডের ঘরোয়া টুর্নামেন্ট ‘দ্যা হান্ড্রেডের’ ড্রাফটে নাম দিয়েছিলেন বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান। কিন্তু ড্রাফট থেকে কোনও দলই কেনেনি তাকে। এর আগে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও (আইপিএল) দল পাননি বিশ্বসেরা অলরাউন্ডার। বাংলাদেশ থেকে আরও আট ক্রিকেটার দ্যা হান্ড্রেডের ড্রাফটে ছিলেন কিন্তু কেউই দল পায়নি। তারা হলেন; তামিম ইকবাল, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, লিটন কুমার দাস, আবু হায়দার রনি, আফিফ হোসেন, সাব্বির রহমান ও সৌম্য সরকার। এছাড়া দ্যা হান্ড্রেডে দল পাননি ডেভিড ওয়ার্নার, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, ফিঞ্চ, নিকোলাস পুরানদের মত ক্রিকেটাররা। সোমবার অনুষ্ঠিত ড্রাফটে ১৬টি দেশ থেকে বিদেশি কোটায় ২৮৪ জন ক্রিকেটার নাম দিয়েছিলেন। দ্য হানড্রেড আগামী ৩ আগস্ট মাঠে গড়াবে। ৩ সেপ্টেম্বর ফাইনাল দিয়ে পর্দা নামবে এই টুর্নামেন্টের।