October 8, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, April 28th, 2022, 7:53 pm

ইংল্যান্ডের নতুন টেস্ট অধিনায়ক বেন স্টোকস

অনলাইন ডেস্ক :

জো রুট ইংল্যান্ডের টেস্ট অধিনায়কত্ব ছাড়ার পর থেকে নতুন অধিনায়ক হিসেবে বেন স্টোকসের নামটাই আসছিল সবার আগে। অবশেষে সেই গুঞ্জনটাই সত্য হলো। বেন স্টোকসকে আনুষ্ঠানিকভাবে ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক করা হয়েছে। বৃহস্পতিবার ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) বিষয়টি নিশ্চিত করেছে। স্টোকস লাল বলের ক্রিকেটে ইংল্যান্ডের ৮১তম অধিনায়ক। ইংল্যান্ড ক্রিকেটের (পুরুষ) নবনির্বাচিত ব্যবস্থাপনা পরিচালক রব কি বলেন, ‘বেনকে (স্টোকস) অধিনায়কত্বের প্রস্তাব দিতে দ্বিধাবোধ করিনি। লাল বলের ক্রিকেটে দলটাকে আমরা আরো এগিয়ে নিতে চাই। আমি আনন্দিত যে, সে অধিনায়কত্বের প্রস্তাবটা গ্রহণ করেছে। নতুন দায়িত্ব নিতে সে প্রস্তুত। ’ উল্লেখ্য যে, দলের ব্যর্থতার দায় কাঁধে নিয়ে এই মাসের মাঝে দায়িত্ব ছাড়েন জো রুট। নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজ দিয়ে শুরু হবে স্টোকসের অধ্যায়। জুনে দেশের বাইরে খেলবে ভারতের বিপক্ষে সিরিজও।