October 3, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, February 27th, 2022, 7:46 pm

ইউক্রেনের তেল স্থাপনা ও গ্যাস পাইপলাইনে রুশ হামলা

অনলাইন ডেস্ক :

ইউক্রেনের বিভিন্ন শহরের তেল স্থাপনা ও গ্যাস পাইপলাইন জ¦ালিয়ে দিচ্ছে রুশ সেনারা। ইউক্রেনের নিরাপত্তা কর্মকর্তাদের বরাতে রোববার (২৭ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এদিকে এই অভিযানের শুরু থেকে রাশিয়ার ওপর একের পর এক নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাষ্ট্র ও তার মিত্র পশ্চিমা দেশগুলো। রয়টার্সের তথ্য অনুযায়ী, পশ্চিমা দেশগুলো রাশিয়ার ওপর দ্বিতীয় দফা নিষেধাজ্ঞা জারির প্রস্তুতি নিচ্ছে। নিষেধাজ্ঞা কার্যকর হলে যুক্তরাষ্ট্র, কানাডা ও ন্যাটোর ইউরোপীয় রাষ্ট্রসমূহ থেকে ব্যাবসা গোটাতে হবে রাশিয়ার প্রধান ব্যাংকগুলোকে। তা ছাড়া আন্তর্জাতিক পর্যায়ে প্রধান মুদ্রা লেনদেন ব্যবস্থা সুইফট ইন্টারন্যাশনাল পেমেন্ট সিস্টেম থেকেও বাদ পড়বে রাশিয়া। শনিবার মধ্যরাতের পর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে রাজধানী কিয়েভের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় উপশহর ভাসিলকিভের একটি তেল স্থাপনা জ্বালিয়ে দিয়েছে রুশ সেনারা। এ ছাড়া রাতভর শহরের বিভিন্ন সরকারি স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে বলে রয়টার্সকে জানিয়েছেন ভাসিলকিভেল মেয়র নাতালিয়া বালাসিনোভিচ। ইউক্রেনের দ্বিতীয় গুরুত্বপূর্ণ শহর খারকিভের দখল নিয়েছে রুশ বাহিনী। ইউক্রেনের গোয়েন্দা সংস্থা জানিয়েছে, দখল নেওয়ার পর শহরের মূল গ্যাস পাইপলাইন উড়িয়ে দিয়েছে সেনারা। এ ছাড়াও দেশটির বিভিন্ন শহরের তেল স্থাপনা ও গ্যাস সরবরাহ ব্যবস্থাকে রুশ বাহিনী তাদের লক্ষ্যবস্তুতে পরিণত করছে।