অনলাইন ডেস্ক :
পূর্ব ইউক্রেনের বিদ্রোহী নিয়ন্ত্রিত দু’টি রুশপন্থী অঞ্চলকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেয়ার কয়েক ঘণ্টা পর সেখানে সৈন্য মোতায়েনের নির্দেশ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর মধ্য দিয়ে ইউক্রেনে রাশিয়ার আক্রমণ আসন্ন বলে ইঙ্গিত দিচ্ছে।
পুতিনের স্বাক্ষরিত ডিক্রির পর সৈন্যরা অগ্রসর হচ্ছে কি না সে ব্যাপারে স্পষ্ট কোনো বক্তব্য পাওয়া যায়নি তবে সৈন্য মোতায়েনকে ‘শান্তি বজায় রাখার’ প্রচেষ্টা হিসেবে উল্লেখ করা হয়েছে।
ইউক্রেনে রাশিয়ার আক্রমণের আশংকা সত্যি হলে বিশ্বজুড়ে অর্থনৈতিক বিশৃঙ্খলা সৃষ্টির শঙ্কা রয়েছে।
এদিকে ইউক্রেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশের অনুরোধে মঙ্গলবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদ একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হবে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ‘আমরা কাউকে ভয় করি না। আমরা কারো কাছে ঋণী নই এবং আমরা কাউকে কিছু দেব না।’
মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবা মঙ্গলবার ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে সাক্ষাত করবেন।
আরও পড়ুন
মোটরসাইকেল দুর্ঘটনায় দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে নিহত ও পঙ্গু হওয়া সংখ্যা
১১ লাখ আফগান শিশু ভয়াবহ অপুষ্টির মুখে পড়তে পারে
শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীই অর্থমন্ত্রীর দায়িত্ব নিলেন