অনলাইন ডেস্ক :
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেন ভূখন্ডের অখন্ডতা রক্ষায় সোমবার ওয়াশিংটনের সমর্থন পুনর্নিশ্চিত করেছেন এবং তিনি হোয়াইট হাউসে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলানস্কিকে আমন্ত্রণ জানান। খবর এএফপি’র।
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান সাংবাদিকদের বলেন, বাইডেন জেলানস্কির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। এ সময় মার্কিন প্রেসিডেন্ট তাকে বলেন যে ‘তিনি ইউক্রেনের সার্বভৌমত্ব রক্ষার জন্য কঠোর পদক্ষেপ গ্রহণে পিছপা হবেন না।’
বাইডেন আরো বলেন, তিনি ‘এই গ্রীস্মে হোয়াইট হাউসে তাকে স্বাগত জানানোর অপেক্ষায় রয়েছেন।’
আরও পড়ুন
ব্যাপক চাহিদা বাড়ায় ব্যাংকগুলো লকার সেবার পরিধি বাড়াচ্ছে
কমেছে চালের দাম, সবজি কিছুটা বাড়তি
রোজা উপলক্ষে বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে ৩৮০০ মেট্রিক টন টিসিবির মসুরের ডাল আমদানি