October 13, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, March 5th, 2022, 1:38 pm

ইউক্রেনের মারিওপোল বন্দর নগরী অবরুদ্ধ করে রেখেছে রুশ বাহিনী

অনলাইন ডেস্ক :

ইউক্রেনের কৌশলগত বন্দর নগরী মারিওপোল রুশ বাহিনী ঘিরে ফেলেছে। গত কয়েক দিনের নির্মম হামলার পর রুশ সেনাবাহিনী শহরটি অবরুদ্ধ করে।
নগরীর মেয়র শনিবার এ কথা জানিয়ে মানবিক করিডোর তৈরির আহবান জানিয়েছেন।
আজভ সাগরের তীরবর্তী শহরটিতে সাড়ে চার লাখ লোকের বসবাস। রুশ বাহিনী গত কয়েকদিন ধরে শহরটিতে একের পর এক বোমা ও গোলা হামলা চালায়। প্রচন্ড শীতের মধ্যে শহরটি পানি ও বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে।
মেয়র ভাদিম বয়শেঙ্কো তার টেলিগ্রাম একাউন্টে এক বার্তায় বলেন, এখন আমরা মানবিক সংকট মোকাবেলার চেষ্টা করছি। একইসঙ্গে মারিওপোলের অবরুদ্ধ অবস্থা কাটানোরও সম্ভাব্য সব ধরনের উপায় বিবেচনা করছি।
তিনি আরো বলেন, অস্ত্রবিরতিকেই আমরা সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছি, যেন নগরীতে খাদ্য ও ঔষধ সরবরাহ শুরু করা যায়।
উল্লেখ্য, রাশিয়া কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ মারিওপোলের নিয়ন্ত্রণ নিতে পারলে এটি তাদের যুদ্ধের গতিকে আরো অগ্রগতি দেবে। কারণ তখন দখলকতৃ ক্রিমিয়ার সঙ্গে মারিওপোলের সরাসরি যোগাযোগ স্থাপন করে সৈন্যদের যাতায়াত সহজ করা যাবে।