September 8, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, March 4th, 2022, 7:43 pm

ইউক্রেনে রাশিয়ার শীর্ষ জেনারেল নিহত

অনলাইন ডেস্ক :

ইউক্রেনে চলমান যুদ্ধে রাশিয়ার একজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন। বিশেষজ্ঞরা মনে করছেন, এ ঘটনা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে অস্বস্তিতে ফেলবে। জানা গেছে, নিহত আন্দ্রেই সুখোভেটস্কি ছিলেন রাশিয়ান সপ্তম এয়ারবর্ন ডিভিশনের কমান্ডিং জেনারেল ও ৪১তম সম্মিলিত সশস্ত্র বাহিনীর ডেপুটি কমান্ডার। ধারণা করা হচ্ছে ইউক্রেন সংঘাতে মারা যাওয়া সবচেয়ে সিনিয়র রাশিয়ান কোনো কর্মকর্তা তিনি। একটি সামরিক সূত্র জানিয়েছে, মেজর জেনারেল সুখোভেটস্কি একজন স্নাইপারের গুলিতে নিহত হয়েছেন। রাশিয়া ও ইউক্রেনের মধ্য রক্তক্ষয়ী যুদ্ধ চলছে। চলমান যুদ্ধে দুই পক্ষ থেকেই নিয়মিত তথ্য জানানো হচ্ছে। ইউক্রেন দাবি করেছে যুদ্ধে রাশিয়ার প্রায় নয় হাজার সেনা হতাহত হয়েছে। যুদ্ধে এখন পর্যন্ত রাশিয়ার, ২১৭টি ট্যাঙ্ক, ৩০টি যুদ্ধবিমান, ৮৪৬টির বেশি সাঁজোয়া যান ও ৩১টি হেলিকপ্টার ধ্বংস করা হয়েছে বলেও দাবি করেন ইউক্রেনের সামরিক কর্মকর্তারা। তবে রাশিয়া প্রথমবারের মতো বুধবার জানায় যুদ্ধে ৪৯৮ জন রুশ সেনা নিহত হয়েছেন। তাছাড়া গুরুতর আহত হয়েছেন অন্তত এক হাজার ৫৯৭ সেনা। স্থানীয় সময় ২ মার্চ রাতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। অন্যদিকে রাশিয়া দাবি করেছে, তাদের হামলায় ইউক্রেনের সেনাসহ দুই হাজার ৮৭০ জন নিহত হয়েছেন।