October 8, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, May 29th, 2023, 8:00 pm

ইউজিসিকে কর্মমুখী পাঠ্যক্রম চালু করার আহ্বান রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের

ছবি: পি আই ডি

রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন সোমবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে কর্মসংস্থানমুখী একাডেমিক পাঠ্যক্রম চালু করতে বলেছেন।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহর নেতৃত্বে সাত সদস্যের একটি প্রতিনিধি দল বঙ্গভবনে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার সময় রাষ্ট্রপতি এ কথা বলেন।

বৈঠক শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন সাংবাদিকদের এ তথ্য জানান।

ক্যাম্পাসে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপের রূপরেখা তুলে ধরে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ভবিষ্যতে ক্লাস্টারভিত্তিক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা আয়োজনের পরামর্শ দেন।

বৈঠকে ইউজিসি চেয়ারম্যান কমিশনের সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

রাষ্ট্রপ্রধান বলেন, ‘প্রতিযোগিতামূলক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে আমাদের অবশ্যই তথ্য প্রযুক্তির (আইটি) জ্ঞানে সমৃদ্ধ হতে হবে।’

প্রতিটি বিশ্ববিদ্যালয় যাতে গবেষণা কার্যক্রমে জোর দেয় তা নিশ্চিত করতে তিনি ইউজিসিকে নির্দেশ দেন।

রাষ্ট্রপতি স্থানীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা বিবেচনায় রেখে একাডেমিক পাঠ্যক্রম প্রণয়নের বিষয়ে স্পষ্টভাবে কথা বলেন।

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আরও পরামর্শ দেন, সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের নিয়মিত সমাবর্তনের ব্যবস্থা করতে বিশ্ববিদ্যালয়গুলোকে।

এছাড়া তিনি দ্বিতীয় মেয়াদে ইউজিসি চেয়ারম্যান পদে নিয়োগ পাওয়ায় অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহকে অভিনন্দন জানান।

এসময় রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।

—ইউএনবি