October 13, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, June 23rd, 2022, 7:47 pm

ইউটিউবে মনোযোগী ইলিয়াস কাঞ্চন

অনলাইন ডেস্ক :

ভিডিওর মাধ্যমে নিজের নানা কর্মকা- ভক্তদের কাছে পৌঁছে দিতে ইউটিউবে মনোযোগী হয়েছেন চলচ্চিত্রশিল্পী সমিতির সভাপতি ও অভিনেতা ইলিয়াস কাঞ্চন। ইউটিউবে চ্যানেলটির নাম রেখেছেন ‘ভয়েস অব ইলিয়াস কাঞ্চন’। এখন থেকে তার সব নিয়মিত আপডেট এখানে পাওয়া যাবে বলে জানিয়েছেন ইলিয়াস কাঞ্চন। চ্যানেলের কার্যক্রম প্রসঙ্গে বিস্তারিত কথা বলতে রাজি হননি তিনি। এ বিষয়ে ইলিয়াস কাঞ্চন বলেন, ‘নানা ধরনের বিষয় থাকবে। তবে আপাতত আমি খুব ব্যস্ত। এ নিয়ে কথা বলার মতো সময় নেই। ’ইলিয়াস কাঞ্চনের ইউটিউবে গিয়ে দেখা যায়, মঙ্গলবার একটিমাত্র ভিডিও আপলোড করা হয়েছে। যেখানে ‘বেদের মেয়ে জোসনা’খ্যাত এই তারকা বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। ইলিয়াস কাঞ্চন নিরাপদ সড়ক চাইয়ের প্রতিষ্ঠাতা। তিনি এই সংগঠনের নানা কার্যক্রমও ভিডিও আকারে ইউটিউবে প্রকাশ করবেন বলে জানা গেছে। চলতি বছর বাংলাদেশ চলচ্চিত্রশিল্পী সমিতির নির্বাচন ঘিরে দারুণ আলোচনায় ছিলেন ইলিয়াস কাঞ্চন। গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনটিতে তিনি সভাপতি পদে জয়লাভ করেন। তবে ইলিয়াস কাঞ্চন নিজের পদের চেয়েও সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন সাধারণ সম্পাদক পদে নিপুণ আক্তার ও জায়েদ খানের লড়াইয়ের বিষয়টি নিয়ে।