October 2, 2022

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, August 19th, 2022, 8:03 pm

ইউনাইটেডকেই ‘ভয়’ পাচ্ছেন লিভারপুল কোচ

অনলাইন ডেস্ক :

মৌসুমের শুরুটা হয়তো ভালো করতে পারেনি ম্যানেচেস্টার ইউনাইটেড। তাই বলে এরিক টেন হাগের দলটাকে হেলা করার অবকাশ দেখেন না লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ। প্রিমিয়ার লিগে ওল্ড ট্রাফোর্ডের দলটির মুখোমুখি হওয়া আগে এই জার্মান বরং বেশ সতর্ক। ইংলিশ প্রিমিয়ার লিগে আগামী সোমবার মুখোমুখি লড়াইয়ে নামবে ইউনাইটেড ও লিভারপুল। এই ম্যাচের আগে ইউনাইটেডকে ‘আহত বাঘ’ হিসেবেই দেখছেন ক্লপ। আর সেভাবেই সাজাচ্ছেন পরিকল্পনা। ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওনের বিপক্ষে ঘরের মাঠে ২-১ গোলের হার দিয়ে এবারের প্রিমিয়ার লিগ মিশন শুরু করে ইউনাইটেড। এরপর নিজেদের দ্বিতীয় ম্যাচে ব্রেন্টফোর্ডের মাঠে ৪-০ গোলে উড়ে যায় তারা। টেবিলে এখন টেন হাগের দলের অবস্থান সবার নিচে। মাঠে এমন নড়বড়ে পারফরম্যান্সের ফলে ইউনাইটেডের খেলোয়াড়দের আত্মবিশ্বাসও খানিক নড়ে যাওয়ার কথা। ঠিক এমন মুহূর্তে দলটির সামনে লিভারপুল আতঙ্ক হয়েই আসার কথা। অ্যানফিল্ডের দলটির বিপক্ষে গত মৌসুমে দুইবারের দেখায়ই রীতিমতো বিধ্বস্ত হয়েছিল ইউনাইটেড। প্রথমবারের দেখায় ৫-০ গোলে হারে দলটি। দ্বিতীয় দেখায় লিভারপুলের জয় ৪-০ গোলে। তবে ক্লপ অতি আত্মবিশ্বাসী হওয়ার কোনো সুযোগ দেখছেন না। বরং শুক্রবার সংবাদ সম্মেলনে সমর্থকদের তিনি মনে করিয়ে দিয়েছেন, তার দলের শুরুটাও ভালো হয়নি। “অবশ্যই, ৫-০ তে জয়ের পর তাদের বিপক্ষে খেলতে পছন্দ করব আমি। কিন্তু এটা স্বপ্নের দেশ নয়, এখানে এমনই হয়। আমরাও দুটি ম্যাচ ড্র করেছি, তাহলে কি আমাদের বিপক্ষে খেলা ভালো? আমি জানি না।” “সব ধরনের পরিস্থিতিই মোকাবিলা করতে হবে। পুরো বিশ্ব এটি দেখবে, দেখা যাক এই হেভিওয়েটরা কীভাবে পরিস্থিতি মোকাবিলা করে।” ফুলহ্যামের সঙ্গে ২-২ ড্র দিয়ে এবারের লিগ শুরু করে লিভারপুল। পরে নিজেদের দ্বিতীয় ম্যাচেও পয়েন্ট হারায় তারা, ক্রিস্টাল প্যালেসের বিপক্ষেও ১-১ ড্র করে। প্রিমিয়ার লিগে সবশেষ তিন দেখাতেই ইউনাইটেডের বিপক্ষে জয় লিভারপুলের। এই তিন ম্যাচে দলটি মোট গোল করেছে ১৩টি। তবে ক্লপ পরিস্কার বলে দিলেন, অতীতের কথা ভেবে লাভ নেই কোনো। “আমি জানি সবশেষ দুই ম্যাচের ফল এখানে কোনো কাজে আসবে না। গত মৌসুমের ফল নিয়ে আমি উৎসাহী হতে পারি নাৃ এটা বরং ইউনাইটেডকে আরও বেশি অনুপ্রাণিত হতে সাহায্য করবে।” “পুরোপুরি ভিন্ন পরিস্থিতিতে এটা সম্পূর্ণ আলাদা একটি ম্যাচ। ইউনাইটেডের কোনো পরিবর্তন নাও করতে পারে, আবার সব কিছু বদলে দিতে পারে, তাই প্রস্তুতির দিক থেকে এটা বেশ জটিল। এবার শুরুতেই দেখা হচ্ছে আর আমাদের হাতে যথেষ্ট তথ্যও নেই। এটা কঠিনৃ ইউনাইটেডের মাঠের ম্যাচ কখনও সহজ নয়।” ক্লপ জানিয়েছেন, পেশির চোট কাটিয়ে ইউনাইটেডের বিপক্ষে থাকছেন রবের্ত ফিরমিনো। প্যালেসের বিপক্ষে ম্যাচে বদলি হিসেবে নামা জো গোমেজকে দেখা যেতে পারে শুরুর একাদশে।