October 11, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, November 6th, 2021, 1:40 pm

ইউপি নির্বাচন সংহিসতা : শরীয়তপুরে আহত ১০

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে শরীয়তপুর সদর উপজেলায় দুই প্রতিদ্বন্দ্বি প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

উপজেলার সুবচনী বাজার এলাকায় শুক্রবার রাত সোয়া ১১টার দিকে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীর বরাতে পালং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন জানান, শুক্রবার রাত সোয়া ১১টার দিকে বিদ্রোহী প্রার্থী আনারস প্রতীকের হাবিবুর রহমান ঢালীর লোকজন নৌকার প্রার্থী সিরাজুল ইসলাম ঢালীর ওপর হামলা করে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় তার আওয়ামী লীগের অফিস ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সিরাজুল ও তার লোকজন পাল্টা হামলা করলে তা সংঘর্ষে রূপ ন্যায়, এতে সিরাজুলসহ ১০ জন আহত হয়। এদের মধ্যে সিরাজুলসহ গুরুতর আহত তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

—ইউএনবি