অনলাইন ডেস্ক :
ইউক্রেনে চলমান রুশ আগ্রাসনের জেরে রাশিয়ার ফুটবল দল ও এর ক্লাবগুলোকে নিষিদ্ধ করেছে ফিফা ও উয়েফা। এতে করে এই দুই সংগঠনের আওতায় আয়োজিত কোনো টুর্নামেন্টে অংশ নিতে পারবে না রাশিয়া। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সিএনএন। প্রতিবেদনে বলা হয়, গত সোমবার এক যৌথ বিবৃতিতে এই ঘোষণা দিয়েছে ফিফা ও উয়েফা। এতে বলা হয়, ফুটবল হলো একতার প্রতীক। ফুটবল মানেই একতা। ইউক্রেনের জনগণের সঙ্গে আমরা একাত্বতা প্রকাশ করছি। উভয় সংগঠনের আশা, দ্রুত সেখানকার পরিস্থিতির নিয়ন্ত্রণে আসবে। আবারও একতা ও শান্তির একক হিসেবে গণ্য করা হবে ফুটবলকে। যৌথ বিবৃতি প্রকাশের পর উয়েফা আলাদা করে জানায়, রাশিয়ার সঙ্গে অংশীদ্বারিত্ব শেষ করা হয়েছে। এই সিদ্ধান্তের কারণে রুশ ফুটবলের সঙ্গে করা সবরকম সমঝোতা বাতিল করা হলো। এতে করে চ্যাম্পিয়ন্স লীগ, উয়েফার জাতীয় দলগুলোর মধ্যে টুর্নামেন্টে ও ইউরো ২০২৪ এ খেলতে পারবে না রাশিয়া।
আরও পড়ুন
ইউএস ওপেনের নতুন রানী হলেন সাবালেঙ্কা
বৃষ্টিতে পরিত্যক্ত হলো নারী দলের ওয়ানডে
আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিলেন মইন আলি