October 10, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, January 11th, 2022, 7:15 pm

ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট ডেভিড সাসোলি আর নেই

ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট ডেভিড সাসোলি ৬৫ বছর বয়সে মারা গেছেন। মঙ্গলবার ভোরে তিনি ইতালির অ্যাভিয়ানোর একটি হাসপাতালে মারা যান। তার মুখপাত্র রবার্তো কুইলোর বরাত দিয়ে বিবিসি এ তথ্য জানিয়েছে।
ইতালির সাবেক সাংবাদিক ও কেন্দ্র-বামপন্থী রাজনীতিবিদ দুই সপ্তাহেরও বেশি সময় ধরে গুরুতর অসুস্থ ছিলেন এবং সব ধরনের আনুষ্ঠানিক কার্যক্রম বাতিল করেন।
সাসোলির রোগ প্রতিরোধ ক্ষমতায় গুরুতর জটিলতার কারণে গত মাসে ইতালির একটি হাসপাতালে ভর্তি হন তিনি।
এর আগে সেপ্টেম্বরে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ফ্রান্সের স্ট্রাসবার্গের একটি হাসপাতালে চিকিৎসা নেন।
সাবেক এই টেলিভিশন সংবাদ উপস্থাপক ২০১৯ সালের জুলাই মাসে ৭০৫ আসন বিশিষ্ট ইউরোপীয় পার্লামেন্টের সভাপতি হন। এর আগে ২০০৯ সালে ইউরোপীয় পার্লামেন্টের সদস্য হন এবং তিনি তিন দশক সাংবাদিকতা করেন।
ইউরোপীয় কাউন্সিলের সভাপতি চার্লস মিশেল সাসোলিকে ‘আন্তরিক ও অমায়িক ইউরোপীয়’ উল্লেখ করে বলেছেন, ‘আমরা ইতিমধ্যেই তার মানবিক উষ্ণতা,উদারতা,বন্ধুত্ব ও হাসি স্মরণ করছি।’
ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ভন ডের লেয়েন বলেছেন, ‘আমি একজন মহান ইউরোপীয় ও ইতালিয়ানের মৃত্যুতে গভীরভাবে শোকাহত। ডেভিড সাসোলি ছিলেন একজন অমায়িক সাংবাদিক, ইইউ পার্লামেন্টের অসাধারণ প্রেসিডেন্ট ও সর্বোপরি একজন প্রিয় বন্ধু।’

—ইউএনবি