October 9, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, August 18th, 2023, 8:35 pm

ইকোওয়াস নাইজারে সামরিক হস্তক্ষেপে প্রস্তুত

অনলাইন ডেস্ক :

পশ্চিম আফ্রিকার অর্থনৈতিক জোট (ইকোওয়াস) নাইজারে সামরিক অভ্যুত্থান অবসান ঘটাতে হস্তক্ষেপে প্রস্তত । দেশটিতে অভ্যুত্থানে করণীয় নিয়ে আঞ্চলিক জোটের ১৫ সদস্যের প্রতিরক্ষার প্রধানরা আলোচনায় বসেন। গত বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন ইকোওয়াস-এর কমিশনার আব্দেল ফাতাও মুসাহ। তিনি বলেছেন, কোনো বাধা ছাড়াই নাইজারে হস্তক্ষেপ চালাতে প্রস্তুত। নাইজেরিয়ার প্রতিরক্ষা বাহিনীর স্টাফ জেনারেল ক্রিস্টোফার গুয়াবিন মুসা বৈঠকে শুরুতে বলেন, আমরা গণতন্ত্রের পক্ষে আছি এবং এতে উৎসাহ দিই। আমাদের জড়ো হওয়ার লক্ষ্য শুধুমাত্র পরিস্থিতি মোকাবিলার জন্য নয়, শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করা।’ নাইজারের বন্দি প্রেসিডেন্টকে ছেড়ে দেওয়ার পাশাপাশি দায়িত্ব হস্তান্তরে গত ৬ আগস্ট জান্তাকে সময় বেঁধে দেয় জোটটি। তা মানলে বলপ্রয়োগের হুঁশিয়ারি দিয়েছিল জোট।

কিন্তু ওই আল্টিমেটামকে আমলে নেয়নি জান্তা। পশ্চিম আফ্রিকান দেশগুলোর হুমকি মোকাবিলায় রাশিয়ার সশস্ত্র ভাড়াটে বাহিনী ওয়াগনারের সহায়তা চেয়েছে জান্তা। গত ২৬ জুলাই সেনাবাহিনীর হাতে বন্দি হন পশ্চিমা সমর্থিত দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুম। তারই বাহিনীর কমান্ডার জেনারেল আবদুরাহমানে তচিয়ানি নিজেকে নতুন নেতা ঘোষণা করেন। সাহারা মরুভূমির প্রান্তে অবস্থিত নাইজার। ফ্রান্স থকে ১৯৬০ সালে স্বাধীন হয় দেশটি। স্বাধীনতার পর বেশ কয়েকটি অভ্যুত্থানের কারণে রাজনীতিতে অস্থিতিশীল অবস্থা বিরাজ করে। ২০২১ সালে প্রেসিডেন্ট হন বাজুম। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে ছিলেন। ১৯৬০ সালে স্বাধীন হওয়ার পর নাইজারের প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট তিনি। সূত্র: আল জাজিরা