September 12, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, February 27th, 2023, 7:51 pm

ইতালীয় উপকূলে অভিবাসী নৌকা বিধ্বস্তে নিহত ৬০

এপি, রোম :

তালীয় উপকূলে অভিবাসীদের ভিড়ে একটি কাঠের নৌকা পাথুরে প্রাচীরে ধাক্কা লেগে ভেঙে অন্তত ৬০ অভিবাসীর মৃত্যু হয়েছে।

রবিবার ভোরের আগে এই দুর্ঘটনা ঘটে বলে দেশটির কর্তৃপক্ষ জানায়।

উদ্ধারকারীরা প্রায় ৬০টি লাশ উদ্ধার করেছে এবং উত্তাল পানিতে আরও বেশকিছু মানুষ নিখোঁজ রয়েছে।

জাতিসংঘের শরণার্থী ও অভিবাসন সংস্থা জানিয়েছে যে কর্মকর্তারা আশঙ্কা করছেন যে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়ে যেতে পারে কারণ কিছু জীবিত ব্যক্তি ইঙ্গিত দিয়েছে যে নৌকাটি তুরস্ক থেকে যাত্রা করার সময় ২০০ জনের মতো যাত্রী ছিল।

ইতালীয় কোস্ট গার্ড জানিয়েছে, অন্তত ৮০ জনকে জীবিত পাওয়া গেছে, যার মধ্যে কয়েকজন সহ যারা আইওনিয়ান সাগরে ক্যালাব্রিয়ার উপকূলরেখা থেকে জাহাজডুবির পরে তীরে পৌঁছেছিল। এজেন্সির একটি মোটরবোট সংকটাপন্ন অবস্থায় দুই ব্যক্তিকে উদ্ধার করেছে এবং একটি ছেলের লাশ উদ্ধার করেছে।

দমকল কর্মীরা বলেছেন, সূর্যাস্তের সময় ৫৯টি লাশ পাওয়া গেছে।

রাষ্ট্রীয় টেলিভিশন বলেছে, বেঁচে থাকা এক ব্যক্তিকে পাচারকারী সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য তাকে হেফাজতে নেয়া হয়েছে।

উত্তাল ঢেউ, বাতাস-চাবুক সমুদ্রে নৌকাটি প্রাচীরের সঙ্গে ধাক্কা লাগে। নৌকাটির সতিনটি বড় খণ্ড স্টেকাটো ডি কুট্রো শহরের কাছে সমুদ্র সৈকতে পাওয়া গেছে, যেখানে উজ্জ্বল নীল কাঠ টুকরো টুকরো হয়ে গেছে।

রেড ক্রসের স্বেচ্ছাসেবক ইগনাজিও ম্যাঙ্গিওনি বলেন, ‘যারা বেঁচে আছেন তারা সবাই প্রাপ্তবয়স্ক।’ ‘দুর্ভাগ্যবশত, সমস্ত শিশু নিখোঁজ রয়েছে বা সৈকতে মৃত অবস্থায় পাওয়া গেছে।’ নিহতদের মধ্যে একটি শিশুও রয়েছে।