November 3, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, October 10th, 2023, 8:13 pm

ইতিহাসের পাতায় ফেরদৌসের নাম

অনলাইন ডেস্ক :

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুর ১টা ১৬ মিনিটে ট্রেনে পদ্মা সেতু পাড়ি দিয়েছেন। দুপুর ২টার দিকে ট্রেনে করে প্রধানমন্ত্রী সঙ্গে ভাঙ্গা রেলস্টেশনে পৌঁছান চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি ছবি পোস্ট করেছেন ফেরদৌস। এর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আজ ইতিহাসের পাতায় নাম লিখলাম। আলহামদলিল্লাহ। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী।’ এদিন দুপুর পৌনে ১টার দিকে ট্রেনে পদ্মা পাড় হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তার আগে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের ঢাকা-ভাঙ্গা অংশের উদ্বোধন অনুষ্ঠানে মাওয়া রেল স্টেশন প্রাঙ্গণ থেকে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল ১০টা ১০ মিনিটে সড়ক পথে গণভবন থেকে মাওয়ার উদ্দেশে রওনা হয়ে ১০টা ৫৮ মিনিটে প্রধানমন্ত্রী মাওয়া পৌঁছান। প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন ছোট বোন শেখ রেহানা। পদ্মা সেতুতে রেল চলাচলের মাধ্যমে রেলপথে দক্ষিণ-পশ্চিমাঞ্চল এলো রাজধানী ঢাকার কাছাকাছি। রেলপথে ঢাকা-খুলনার দূরত্ব কমল ২১২ কিলোমিটার। স্বল্প সময়ে যাত্রী ও পণ্য পরিবহনে সম্ভাবনার দুয়ার খুলে গেল।