August 15, 2022

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, August 2nd, 2022, 7:49 pm

ইনজুরিতে আয়ারল্যান্ড সিরিজে নেই রাবাদা

অনলাইন ডেস্ক :

আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে কাগিসো রাবাদাকে পাচ্ছে না দক্ষিণ আফ্রিকা। বাঁ পায়ের গোড়ালির গাঁটের চোটে মাঠের বাইরে ছিটকে গেছেন এই পেসার। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট (সিএসএ) মঙ্গলবার এক বিবৃতিতে রাবাদার চোটের কথা জানায়। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে ২৭ বছর বয়সী এই পেসারকে বিশ্রাম দিয়েছিল দক্ষিণ আফ্রিকা। পরে টি-টোয়েন্টিতে ফিরে সিরিজের প্রথম দুই ম্যাচে নিতে পারেন কেবল একটি উইকেট। চোটের জন্য ছিলেন না তৃতীয় ম্যাচে, তার জায়গায় ফেরেন আনরিক নরকিয়া। আগামী বুধবার ও শুক্রবার আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ দুটি খেলবে প্রোটিয়ারা। সেখান থেকে আবার ইংল্যান্ডে ফিরবে তারা। খেলবে তিন ম্যাচের টেস্ট সিরিজ, যা আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। ইংলিশদের বিপক্ষে সিরিজের আগে রাবাদার সেরে ওঠার অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের কথা জানিয়েছে সিএসএ।