October 14, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, December 21st, 2021, 8:05 pm

ইনসাফ স্বেচ্ছাসেবক সংগঠনের ফ্রি ব্লাড গ্রুপ ক্যামপেইন সম্পন্ন

জেলা প্রতিনিধি, রংপুর:

বাঁচাতে মানব প্রান, স্বেচ্ছায় করব রক্ত দান-এই স্লোগানকে সামনে রেখে গঙ্গাচড়ায় সোমবার ও মঙ্গলবার গজঘন্টা ইউনিয়ন পরিষদ ও বালাটারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিনামুল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যামপেইনের আয়োজন করা হয়। ইনসাফ স্বেচ্ছাসেবক সংগঠনের আয়োজনে রেঁনেসা ডিজিটাল ডায়াগনোস্টিক সেন্টারের সহযোগিতায় এ ক্যামপেইনের আয়োজন করা হয়। এ সময় গজঘন্টা ইউপি চেয়ারম্যান আজিজুল ইসলাম, সংগঠনের পক্ষ থেকে সভাপতি ওয়াসিমুল বারী সিয়াম, সাধারন সম্পাদক ইয়াসির শাহরিয়ার সানি, সদস্য জীবন, মোশারফ,ম্ঈুদ, সৌরভ এবং রেঁনেসা ডিজিটাল ডায়াগনোস্টিক সেন্টারের পরিচালক (অর্থ) রোকনুজ্জামান উপস্থিত ছিলেন। ক্যামপেইনে প্রায় ২ হাজার লোকের ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় করা হয়।