October 13, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, May 30th, 2023, 7:54 pm

ইনস্টাগ্রামে তারকাদের প্রতি পোস্টে কোটি টাকা আয়

অনলাইন ডেস্ক :

সোশ্যাল মিডিয়ায় ভিডিও কনটেন্ট দিয়ে আয় করা যায়, এটা কম-বেশি সবারই জানা। এ ছাড়া সোশ্যাল ইনফ্লুয়েন্সাররা কোনো প্রতিষ্ঠান বা পণ্যের প্রচারমূলক পোস্ট দিয়েও আয় করেন। ব্যতিক্রম নন বলিউড তারকারাও। হিন্দি সিনেমার অভিনেত্রীরা ইনস্টাগ্রামে একেকটি পোস্ট দেওয়ার জন্য বিরাট অংকের অর্থ নিয়ে থাকেন। বিশেষজ্ঞদের মতে, এই সময়ে তারকাদের মোট আয়ের ২০-৩০ শতাংশ আসে সোশ্যাল মিডিয়া থেকে। সুতরাং আয়ের অংকটা যে বেশ বড়, তা বলার অপেক্ষা রাখে না। ইনস্টাগ্রামে প্রিয়াঙ্কা চোপড়ার অনুসারী রয়েছে ৮৭ দশমিক ৭ মিলিয়ন। কোনো পণ্য বা প্রতিষ্ঠানের প্রচারে একটি পোস্ট দেওয়ার জন্য তিনি ২ কোটি রুপি সম্মানী নেন।

দ্বিতীয় স্থানে রয়েছেন শ্রদ্ধা কাপুর। তার ফলোয়ার ৮০ দশমিক ৮ মিলিয়ন। একেকটি পোস্টের জন্য তাকে দিতে হয় দেড় কোটি রুপি। আলিয়া ভাটের অনুসারীর সংখ্যা ৭৭ দশমিক ৪ মিলিয়ন। ফলোয়ার কিছুটা কম হলেও তিনি বেশি অর্থ নেন। প্রতি পোস্টের জন্য ২ কোটি রুপি হাঁকেন এই তরুণ তারকা। দীপিকা পাড়ুকোন ৭৪ দশমিক ১ মিলিয়ন ফলোয়ারের অধিকারিণী। পোস্ট প্রতি ২ কোটি রুপি নেন তিনি। তালিকায় পাঁচ নম্বরে আছেন ক্যাটরিনা কাইফ। ৭২ দশমিক ৮ মিলিয়ন ফলোয়ারের অ্যাকাউন্ট থেকে পোস্ট দেওয়ার জন্য তিনি নেন ১ কোটি রুপি।

ভারতীয় তারকাদের মধ্যে ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি অনুসারী রয়েছে বিরাট কোহলির। তার অ্যাকাউন্টে ফলোয়ারের সংখ্যা ২৫০ মিলিয়ন। প্রত্যেকটি পোস্টের জন্য এই ক্রিকেট তারকা নেন সাড়ে তিন থেকে পাঁচ কোটি রুপি। সূত্র: হিন্দুস্তান টাইমস