অনলাইন ডেস্ক :
ভারতের দক্ষিণী সিনেমার দর্শকপ্রিয় অভিনেত্রী কাজল আগরওয়াল। অভিনয় ও শরীরি সৌন্দর্যে মুগ্ধ করেছেন কোটি ভক্তের হৃদয়। ‘মাগাধীরা’ খ্যাত এই অভিনেত্রী কাজের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন নানা সম্মাননা। অন্য তারকাদের মতো কাজলও সোশ্যাল মিডিয়ায় দারুণ সরব। কাজের পাশাপাশি ব্যক্তিগত জীবনের নানা বিষয়ও এই মাধ্যমে শেয়ার করে থাকেন। এবার ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে নতুন মাইলফলক স্পর্শ করলেন এই অভিনেত্রী। তার ইনস্টাগ্রামে অনুসারীর সংখ্যা ২০ মিলিয়ন পূর্ণ হয়েছে। প্রিয় অভিনেত্রীর এই প্রাপ্তিতে শুভেচ্ছা জানাচ্ছেন তার ভক্তরা। কাজল তামিল ও হিন্দি ভাষার মোট ৫টি সিনেমার শুটিং শেষ করেছেন। সব কটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। বর্তমানে তেলেগু ভাষার ‘আচার্য’ ও ‘দ্য গোস্ট’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এছাড়াও তামিল ভাষার ‘ইন্ডিয়ান টু’ সিনেমায়ও দেখা যাবে এই অভিনেত্রীকে।
আরও পড়ুন
ইউটিউব থেকে সরানো হলো শাকিবের ‘তুফান’
চিন্তিত অনন্যা পান্ডে
কনাকে নিয়ে সুখবর দিলেন আসিফ