November 7, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, October 28th, 2022, 7:55 pm

ইনিংস ব্যবধানেই জয় পেল বিসিবি একাদশ

অনলাইন ডেস্ক :

জয়ের ভিত আগের দিনই গড়ে ফেলেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড একাদশ। অপেক্ষা ছিল ব্যবধানটা কত বড় হয় দেখার। শেষ পর্যন্ত তামিল নাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন একাদশকে ইনিংস ও ৪ রানে হারিয়ে ভারত সফর শুরু করলেন মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলামরা। চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে প্রথম চার দিনের ম্যাচে শুক্রবার আনুষ্ঠানিকতা সেরেছে বিসিবি একাদশ। দুই ম্যাচের সিরিজে তারা এগিয়ে ১-০ ব্যবধানে। তামিল নাড়ু একাদশে বেশিরভাগ ক্রিকেটার ছিলেন অখ্যাত। এই জয় তাই প্রত্যাশিতই ছিল আন্তর্জাতিক ক্রিকেট খেলা এক ঝাঁক ক্রিকেটারকে নিয়ে গড়া বিসিবি একাদশের। ৩৪৯ রানে প্রথম ইনিংস ঘোষণা করে তামিল নাড়ু একাদশকে ¯্রফে ৯৩ রানে গুটিয়ে দেয় বিসিবি একাদশ। ২৫৬ রানের বিশাল লিড থাকায় প্রতিপক্ষকে আবার ব্যাটিংয়ে পাঠায় সফরকারীরা। এবার ব্যাটিংয়ে কিছুটা উন্নতি করে স্বাগতিকরা। তবে এড়াতে পারেনি ইনিংস ব্যবধানে হার। ৬ উইকেটে ১৩৩ রান নিয়ে চতুর্থ দিন শুরু করে তারা থেমে যায় ২৫২ রানে। বিসিবি একাদশকে প্রথম ইনিংসে বড় পুঁজি এনে দেওয়ার কারিগর মিঠুন। ৮ ছক্কা ও ১০ চারে ১৫৬ রানের অপরাজিত ইনিংস খেলেন অধিনায়ক। অবদান আছে ৯ চারে ৮৯ রান করা সাদমান ইসলামেরও। তবে এই জয়ে কৃতিত্ব বেশি দুই বোলারের। প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়া পেসার রেজাউর রহমান রাজা দ্বিতীয়ভাগে নেন আরও দুটি। তাইজুল ইসলাম প্রথম ইনিংসে ধরেন ৪ শিকার। পরে দ্বিতীয় ইনিংসে নেন ৫ উইকেট। ৯ উইকেট নিয়ে ম্যাচ সেরার পুরস্কার জেতেন অভিজ্ঞ এই বাঁহাতি স্পিনার। ৪১ রান নিয়ে শেষ দিন শুরু করা আদিত্য গনেশ বিদায় নেন দ্বিতীয় ওভারেই। রেজাউরের বলে কট বিহাইন্ড তিনি ৩ চারে ৪৮ রান করে। এরপর দারুণ ব্যাটিংয়ে দলের হাল ধরেন অজিত রাম ও অশ্বিন ক্রিস্ট। অষ্টম উইকেটে দুজনে গড়েন ১০২ রানের জুটি। তাদের ব্যাটে ইনিংস ব্যবধানে হার এড়ানোর আশা জাগায় তামিল নাড়ু। ২ ছক্কায় ৫৫ রান করা অজিতকে থামান সাদমান, রান আউট করে। আগের দিন ৩ উইকেট নেওয়া তাইজুল প্রতিপক্ষের শেষ দুই ব্যাটসম্যানকে ফিরিয়ে পূর্ণ করেন তার পাঁচ উইকেট। ১ ছক্কা ও ৬ চারে ৫৭ রান করেন অশ্বিন। আগামী মঙ্গলবার থেকে শুরু দুই দলের দ্বিতীয় ও শেষ চার-দিনের ম্যাচ। এরপর তিনটি ওয়ানডে খেলবে তারা।
সংক্ষিপ্ত স্কোর:
বিসিবি একাদশ ১ম ইনিংস: ৩৪৯/৯ ডিক্লে
তামিল নাড়ু একাদশ ১ম ইনিংস: ৯৩
তামিল নাড়ু একাদশ ২য় ইনিংস: ৪৬ ওভারে ২৫২ (আগের দিন ১৩৩/৬) (ফলো-অন) (আদিত্য ৪৮, অজিত ৫৫, অশ্বিন ৫৭, ভিগনেশ ০, গৌতম ০*; তাইজুল ৩৬.২-৭-৯৬-৫, খালেদ ১৩-৩-৩৬-২, রাজা ১২.৫-২-৪৮-২, নাঈম ১৭-৩-৪৫-০, মিঠুন ৩.১-১-৭-০, মুমিনুল ২-০-৯-০)
ফল: বিসিবি একাদশ ইনিংস ও ৪ রানে জয়ী
ম্যান অব দা ম্যাচ: তাইজুল ইসলাম
সিরিজ: দুটি চার-দিনের ম্যাচে ১-০ তে এগিয়ে বিসিবি একাদশ