অনলাইন ডেস্ক :
ইন্টার মিলানের আর্জেন্টাইন তারকা লাউতারো মার্তিনেজ চলতি মৌসুমে রয়েছেন বেশ ছন্দে। এই বছর ১৭টি গোল করেছেন, চলতি বছরে এ পরিমাণ গোল করতে পারেননি বিশ্বের আর কোনো ফুটবলারই। দুর্দান্ত ফর্মে থাকা এই মার্টিনেজকে পেতে মুখিয়ে আছে বেশ কিছু ক্লাব। তবে আপাতত মার্টিনেজের ক্লাব বদল করার কোনো ইচ্ছাই নেই বলেই জানিয়েছেন তাঁর এজেন্ট আলেহান্দ্রো কামানো। ইংলিশ ক্লাব আর্সেনাল মার্টিনেজকে পেতে আগ্রহী। আরেক ইংলিশ ক্লাব টটেনহ্যাম হটস্পার্সও আছে দৌড়ে। তবে দল পরিবর্তনের গুঞ্জন উড়িয়ে দিলেন মার্টিনেজের এজেন্ট। উরুগুইয়ান রেডিও ষ্টেশন রেডিও কলোনিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে কামানো বলেন, ‘আমরা ট্রান্সফারের কথা ভাবছি না। ইন্টারে সে বেশ সুখে আছে। শহরটাও অসাধারণ। মাঝমধ্যে গণমাধ্যম প্রচার করে যে লাউতারো ইন্টার ছাড়তে চায়, যা মানুষকে আনন্দ দেয়। ’ ইতালিতে দুর্দান্ত খেলছেন মার্টিনেজ। তাই ইতালি ছেড়ে কোনো ঝুঁকি নেওয়ার ইচ্ছে মার্টিনেজের নেই বলে জানান কামানো। এ সময়ে ইংলিশ প্রিমিয়ার লিগে যাওয়া তার জন্য ভুল সিদ্ধান্ত হতে পারেও বলে মনে করেন তিনি। বর্তমানে মার্টিনেজের আসল লক্ষ্য ইন্টার মিলানকে সিরি আ’র শিরোপা জেতানো।
আরও পড়ুন
ভারত বধ মিশন নিয়ে দেশ ছাড়লো টাইগাররা
জয় রথ ছুটে চলেছে বাঘিনীদের
‘ভারতের সামনে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে বাংলাদেশকে’