September 8, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, September 2nd, 2024, 8:09 pm

‘ইন্ডিয়ান আইডল’ থেকে বাদ বাংলাদেশের অন্তু

অনলাইন ডেস্ক :

জনপ্রিয় ভারতীয় রিয়ালিটি শো ‘ইন্ডিয়ান আইডল’-এর এবারের অডিশনে অংশ নিয়েছিলেন বাংলাদেশের গায়ক জাহিদ অন্তু। কলকাতার বাছাই পর্বে তিনি উত্তীর্ণও হন। তবে শেষ পর্যন্ত ভাগ্য সহায় হয়নি তার। ১৮ আগস্ট দুই ধাপের বাছাই প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল। একই দিন তৃতীয় ধাপেরও বাছাই হয়। সেই ধাপেই বাদ পড়েন অন্তু। তবে বাদ পড়ার খবরটা গত শনিবার পেলেন তিনি।

অন্তু বলেন, ‘এক মোবাইল কলে জানতে পারলাম, আমাকে বাদ দেওয়া হয়েছে। প্রথম রাউন্ডে ৭০০ থেকে ৮০০ জন প্রতিযোগী ছিলাম। সেখান থেকে দ্বিতীয় রাউন্ডে ১২০-১৩০ জন রাখা হয়েছিল। তৃতীয় রাউন্ডে রাখার কথা ছিল ৩০ থেকে ৪০ জনকে। আমি আগের দুই রাউন্ডের চেয়ে তৃতীয় রাউন্ডে ভালো পারফর্ম করেছিলাম। জানি না কেন আমাকে বাদ দেওয়া হলো!’