October 9, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, May 16th, 2022, 8:47 pm

ইন্দোনেশিয়ায় বিলবোর্ডের সঙ্গে পর্যটকবাহী বাসের ধাক্কা, নিহত ১৪

ইন্দোনেশিয়ার প্রধান দ্বীপ জাভাতে বিলবোর্ডের সঙ্গে পর্যটকবাহী বাসের ধাক্কায় কমপক্ষে ১৪ জন নিহত এবং ১৯ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির পুলিশ।
পূর্ব জাভা ট্রাফিক পুলিশ প্রধান লতিফ উসমান বলেন, পূর্ব জাভা প্রদেশের রাজধানী সুরাবায়া থেকে ইন্দোনেশিয়ার পর্যটকদের বহনকারী বাসটি সেন্ট্রাল জাভার জনপ্রিয় পার্বত্য রিসোর্ট ডিয়েং প্যাটেল থেকে ফিরছিল। সোমবার ভোরের পরপরই বাসটি মোজোকারতো টোল সড়কের বিলবোর্ডে ধাক্কা দেয়।
টেলিভিশনের প্রতিবেদনে দেখা গেছে, পুলিশ ও স্বাস্থ্যকর্মীরা দুর্ঘটনা কবলিত বাস থেকে হতাহতদের উদ্ধার করছে।
উসমান বলেন, পুলিশ এখনও দুর্ঘটনার কারণ অনুসন্ধান করছে। তবে দুর্ঘটনার আগে চালক তন্দ্রাচ্ছন্ন ছিলেন বলে জানা গেছে।
তিনি বলেন, পুলিশ এখনও গুরুতর আহত চালককে জিজ্ঞাসাবাদ করেনি। মোজোকার্টোর চারটি হাসপাতালে ১৯ জনকে চিকিৎসা দেয়া হচ্ছে।

—ইউএনবি