October 10, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, July 20th, 2021, 1:23 pm

ইন্দোনেশিয়ায় একদিনে রেকর্ড ১,৩৩৮ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক :

করোনার নতুন হটস্পট ইন্দোনেশিয়ায় ২৪ ঘণ্টায় রেকর্ড এক হাজার ৩শ ৩৮ জনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত ৩৪ হাজারের বেশি।

গত দুই দিনে বিশ্বে করোনা শনাক্ত ও মৃত্যু কিছুটা কমেছে। ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছে ৬ হাজার ৮শ’ জন। ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত চার লাখ ১৮ হাজারের বেশি।

ভারতেও কমেছে দৈনিক মৃত্যু ও শনাক্ত। ২৪ ঘণ্টায় ভারতে মারা গেছে ৩শ ৭২ জন। ৩১শে মার্চ পর, ভারতে সর্বনিম্ন দৈনিক মৃত্যু এটি। দেশটিতে দৈনিক শনাক্তও নেমে এসেছে ৪০ হাজারের নিচে।

এদিকে মৃত্যুর তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে ২৪ ঘণ্টায় মারা গেছে ৬শ ১৫ জন। মোট মৃত্যু ৫ লাখ ৪২ হাজারের বেশি। অস্ট্রেলিয়ায় নিউ সাউথ ওয়েলসে রেকর্ড ৭৮ জনের করোনা শনাক্ত হয়েছে। একদিনে ১৩ জন নতুন করোনা রোগী শনাক্ত হওয়ায় লকডাউন বাড়িয়েছে আরেক রাজ্য ভিক্টোরিয়া। এদিকে দুই ডোজ টিকা গ্রহণকারী মার্কিনিদের জন্য আগস্ট থেকে সীমান্ত খুলে দিচ্ছে কানাডা।