September 8, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, January 25th, 2022, 2:47 pm

ইন্দোনেশিয়ায় দুই গ্যাংয়ের দ্বন্দ্বে পানশালায় অগ্নিসংযোগ, নিহত ১৯

অনলাইন ডেস্ক :

ইন্দোনেশিয়ার পশ্চিম পাপুয়া রাজ্যের একটি পানশালার ভবনের ভেতরে দুই পক্ষের সংঘর্ষের পর লাগা আগুনে অন্তত ১৯ জনের মৃত্যু হেয়েছে। প্রদেশটির সোরাং শহরে এ ঘটনা ঘটে বলে মঙ্গলবার (২৫ জানুয়ারি) জানিয়েছে দেশটির পুলিশ বাহিনী।

পুলিশ জানিয়েছে, মঙ্গলবার ভোরে পশ্চিম পাপুয়া প্রদেশের রাজধানী সোরং এলাকায় এ ঘটনা ঘটে। খবর সিএনএনের।

পুলিশের এক কর্মকর্তা জানান, মঙ্গলবার প্রথম প্রহরে বারটিতে প্রতিদ্বন্দ্বী দুই কিশোর গ্যাংয়ের সদস্যদের মধ্যে ঝগড়ার একপর্যায়ে একজনকে ছুরিকাঘাত করা হলে তার মৃত্যু হয়, এর পর ওই ভেন্যুটিতে আগুন লাগিয়ে দেওয়া হলে ভেতরে ১৮ জন আটকা পড়ে। আমরা যতটা সম্ভব লোকজনকে নিরাপদে সরিয়ে নেওয়ার চেষ্টা করেছি। আজ (মঙ্গলবার) সকালে দমকল কর্মীরা আগুন নেভানোর পর আমরা সেখানে কিছু মৃতদেহ উদ্ধার করেছি।’