October 4, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, April 29th, 2022, 8:03 pm

ইপিএল: ম্যান ইউর সামনে হোচট খেল চেলসি

অনলাইন ডেস্ক :

ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে হোচট খেল চেলসি। গতরাতে ম্যানচেষ্টার ইউনাইটেডের সাথে ১-১ গোলে ড্র করেছে চেলসি। এতে ৩৩ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয়স্থানেই থাকলো চেলসি। আর ৩৫ ম্যাচ শেষে ৫৫ পয়েন্ট নিয়ে ষষ্ঠস্থানে ম্যান ইউ। লিগে টানা তিন ম্যাচে জয়হীন রইল ম্যান ইউ। ফলে শীর্ষ চারে থেকে আসর শেষ করার সম্ভাবনা আরও কঠিন হয়ে গেল তাদের। শেষ চার-এ থাকার লক্ষ্য নিয়ে ওল্ড ট্র্যাফোর্ডে প্রতিপক্ষের মাঠে খেলতে নেমেছিলো চেলসি। তবে ম্যাচের প্রথমার্ধে গোলের দেখা পায়নি চেলসি। একই অবস্থা ছিলো ম্যান ইউরও। গোলের সুযোগ তৈরি করে হাতছাড়া করে দু’দল। অবশ্য বল দখলে এগিয়েই ছিলো চেলসি। ম্যাচের পঞ্চম মিনিটে গোলের ভালো সুযোগ পেয়েছিলো চেলসি। ডি-বক্সের বাইরে থেকে রিস জেমসের নেয়া শট ঠেকিয়ে দেন ম্যান ইউর গোলরক্ষক। আর ১৩ মিনিটে ম্যান ইউর ক্রিস্টিয়ানো রোনালদোর শট ক্রসবারের সামান্য উপর দিয়ে চলে যায়। শেষ পর্যন্ত গোল শুন্যতে শেষ হয় প্রথমার্ধ। তবে দ্বিতীয়ার্ধের ১৫ মিনিটেই গোল পায় চেলসি। ডান দিক থেকে জেমসের ক্রসে করা ডি-বক্সে পেয়ে যায় কাই হাভার্টজ। সেই বল ভলিতে ম্যান ইউর জালে পাঠান চেলসির মার্কোস আলনসো। ১-০ গোলে এগিয়ে থাকা রেশ থাকতে-থাকতেই গোল হজম করে চেলসি। ২ মিনিট পর নেমানিয়া মাটিচের পাস থেকে দারুন শটে গোল করেন রোনালদো। ফলে ম্যাচে ১-১ সমতা আসে।
এই সমতা শেষ পর্যন্ত অব্যাহত থাকলে, পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে চেলসি ও ম্যান ইউ। আগের দুই রাউন্ডে লিভারপুলের বিপক্ষে ৪-০ ও আর্সেনালের বিপক্ষে ৩-১ গোলে হেরেছিল রোনালদোর দল। প্র্রিমিয়ার লিগের শিরোপা লড়াইয়ে টিকে আছে ম্যান সিটি ও লিভারপুল। ৩৩ ম্যাচে ম্যান সিটি ৮০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। আর সমানসংখ্যক ম্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে লিভারপুল।