October 3, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, October 19th, 2021, 1:24 pm

ইরাক যুদ্ধের অন্যতম পরিকল্পনাকারী কলিন পাওয়েলের মৃত্যু

অনলাইন ডেস্ক :

২০০৩ সালে ইরাকে হামলার অন্যতম পরিকল্পনাকারী যুক্তরাষ্ট্রের সাবেক প্রথম কৃষ্ণাঙ্গ পররাষ্ট্রমন্ত্রী কলিনৈ পাওয়েল মারা গেছেন। সোমবার ৮৪ বছর বয়সে করোনা জটিলতায় তার মৃত্যু হয়।

পাওয়েলের মৃত্যুর পর তার পরিবার জানিয়েছে, পূর্ণ ডোজ টিকা নিয়েছিলেন কলিন পাওয়েল।

হোয়াইট হাউসে প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, পাওয়েল ‘যোদ্ধা ও কূটনীতিক উভয়ের সর্বোচ্চ আদর্শকে বাস্তবে রূপায়িত করেছে।’

নিউইয়র্ক শহরে পাওয়েলের শৈশব থেকে বেড়ে ওঠার কথা উল্লেখ করে বাইডেন বলেন,‘তিনি আমেরিকার প্রতিশ্রুতিতে বিশ্বাস করেছিলেন কারণ তিনি এটাকে ধারণ করেছিলেন। তিনি তার জীবনের অনেকটা সময় এই প্রতিশ্রুতিকে অন্য অনেকের কাছে বাস্তবায়নের জন্য উৎসর্গ করেছিলেন।

পরিবারের ঘোষণায় বলা হয়েছে, ‘আমরা একজন অসাধারণ ও ভালোবাসাময় স্বামী, বাবা ও দাদা এবং একজন মহান আমেরিকানকে হারিয়েছি।’

পাওয়েলের মৃত্যুতে হোয়াইট হাউস, স্টেট ডিপার্টমেন্ট, পেন্টাগন এবং অন্যান্য সরকারি ভবনে পতাকা নামানোর নির্দেশ দেয়া হয়েছিল।