October 9, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, August 2nd, 2023, 8:06 pm

ইরানি কোচের অধীনে অনুশীলন করবেন বাকি

অনলাইন ডেস্ক :

গত ২২ জুলাই জার্মানির হ্যানোভারে যাওয়ার কথা ছিল দেশসেরা অন্যতম শুটার আব্দুল্লাহ হেল বাকির। কিন্তু শেষ মুহূর্তে এসে পরিকল্পনা বদলে ফেলতে হয়েছে। জার্মানির কাস্টমস থেকে নিজের রাইফেল বহন করার অনুমতির বিষয়টি সময় সাপেক্ষ হওয়ায় বাকির আর সেখানে যাওয়া হচ্ছে না। ফলে ঢাকায় ইরানি কোচ জায়ের রেজাইয়ের অধীনে অনুশীলন চালিয়ে যাবেন তিনি। মূলত জার্মানিতে ৫০ মিটার রাইফেলের ওপর উন্নতমানের প্রশিক্ষণ নিয়ে এশিয়ান গেমসে অংশ নিতে চেয়েছিলেন বাকি। কাস্টমস জটিলতায় এখন তো পরিকল্পনাই বদলে ফেলতে হলো।

কমনওয়েলথ গেমসে টানা দুটি রুপা জয়ী বাকিএই প্রসঙ্গে বলেছেন, ‘ওখান থেকে অস্ত্র বহনের অনুমতি পাওয়া যায়নি। অনুমতি পেতে অনেক সময়ের প্রয়োজন, যা আগে জানতাম না। যে কারণে জার্মানি যাওয়া হচ্ছে না। এখন দেশেই ইরানি কোচের অধীনে অনুশীলন চালিয়ে যাবো।’