অনলাইন ডেস্ক :
গত ২২ জুলাই জার্মানির হ্যানোভারে যাওয়ার কথা ছিল দেশসেরা অন্যতম শুটার আব্দুল্লাহ হেল বাকির। কিন্তু শেষ মুহূর্তে এসে পরিকল্পনা বদলে ফেলতে হয়েছে। জার্মানির কাস্টমস থেকে নিজের রাইফেল বহন করার অনুমতির বিষয়টি সময় সাপেক্ষ হওয়ায় বাকির আর সেখানে যাওয়া হচ্ছে না। ফলে ঢাকায় ইরানি কোচ জায়ের রেজাইয়ের অধীনে অনুশীলন চালিয়ে যাবেন তিনি। মূলত জার্মানিতে ৫০ মিটার রাইফেলের ওপর উন্নতমানের প্রশিক্ষণ নিয়ে এশিয়ান গেমসে অংশ নিতে চেয়েছিলেন বাকি। কাস্টমস জটিলতায় এখন তো পরিকল্পনাই বদলে ফেলতে হলো।
কমনওয়েলথ গেমসে টানা দুটি রুপা জয়ী বাকিএই প্রসঙ্গে বলেছেন, ‘ওখান থেকে অস্ত্র বহনের অনুমতি পাওয়া যায়নি। অনুমতি পেতে অনেক সময়ের প্রয়োজন, যা আগে জানতাম না। যে কারণে জার্মানি যাওয়া হচ্ছে না। এখন দেশেই ইরানি কোচের অধীনে অনুশীলন চালিয়ে যাবো।’
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা