September 11, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, July 9th, 2023, 8:43 pm

ইরানে পুলিশ স্টেশনে হামলা, নিহত ৬

অনলাইন ডেস্ক :

ইরানের দক্ষিণপূর্বাঞ্চলীয় সিস্তান-বেলুচিস্তান প্রদেশে গত শনিবার এক পুলিশ স্টেশনে গ্রেনেড হামলার ঘটনা ঘটেছে। এরপর হামলাকারী ও নিরাপত্তাবাহিনীর মধ্যে গোলাগুলি হয়েছে। এতে ইরানের দুইজন পুলিশ সদস্য নিহত হয়েছে। সেইসঙ্গে চার সন্ত্রাসী নিহত হয়েছে বলে দেশটির স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে। তবে এ হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি বলে প্রতিবেদনে বলা হয়েছে। প্রদেশটির নিরাপত্তা উপপ্রধান আলিরেজা মারহামতির বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আইআরআইবি বলেছে, চারজন অজ্ঞাত সশস্ত্র হামলাকারী জাহেদানের ১৬ নম্বর পুলিশ স্টেশনে হামলা চালিয়ে প্রবেশ করে।

মারহামতি বলেছেন, হামলাকারীরা ওই পুলিশ স্টেশনে গ্রেনেড বিস্ফোরণ ঘটিয়ে দরজা খুলে। এতে পুলিশ ও তাদের মধ্যে গোলাগুলি হয়েছে। সিস্তান-বেলুচিস্তান পুলিশ প্রধান দৌস্তালি জালিলিয়ানের বরাত দিয়ে তাসনিম সংবাদ সংস্থা জানিয়েছে, গোলাগুলিতে দুইজন পুলিশ নিহত হয়েছে। ইরানের সরকারি সংবাদ সংস্থা আইআরএনএ বলেছে, হামলায় জড়িত চারজন সন্ত্রাসীই নিহত হয়েছে। পাকিস্তান এ হামলার তীব্র নিন্দা জানিয়েছে। তারা নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে বলে ডনের প্রতিবেদনে বলা হয়েছে।