অনলাইন ডেস্ক :
আগামী সপ্তাহে ইরান সফরে যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেখানে সিরিয়া নিয়ে আয়োজিত এক সম্মেলনে যোগ দেবেন তিনি। রুশ প্রেসিডেন্ট কার্যালয় ক্রমলিনের তরফ থেকে এ খবর জানানো হয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়, বৈঠকে পুতিনের পাশাপাশি ইরানের প্রেসিডেন্ট এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান উপস্থিত থাকবেন। গত মঙ্গলবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ১৯ জুলাই প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তেহরান সফরের পরিকল্পনা করছেন। চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে হামলা শুরু করেছে রাশিয়া। এ পরিস্থিতির মধ্যে দ্বিতীয়বারের মতো বিদেশ সফরে যাচ্ছেন পুতিন। এর আগে তিনি গত জুনের শেষের দিকে তাজিকিস্তান সফর করেছেন।
আরও পড়ুন
তিন দশকে বিপৎসীমা ছাড়াবে যুক্তরাষ্ট্রের তাপমাত্রা
জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য সেবা আইনে স্বাক্ষর করছেন বাইডেন
ইউক্রেনের শস্যবাহী প্রথম জাহাজ সিরিয়ায় পৌঁছেছে