অনলাইন ডেস্ক :
নায়করাজ রাজ্জাক সম্মাননা পেয়েছেন ঢাকাই সিনেমার কিংবদন্তি নায়ক ইলিয়াস কাঞ্চন। গত শনিবার কলকাতার একটি পাঁচতারা হোটেলে প্রদান করা হয় ৭ম বেঙ্গল ফিল্ম অ্যান্ড টেলিভিশন চেম্বার অব কমার্স (বিএফটিসি) সম্মাননা। যেখানে নায়করাজ রাজ্জাক নামাঙ্কিত আজীবন সম্মাননা পেয়েছেন ইলিয়াস কাঞ্চন। ক্যারিয়ারে প্রায় সাড়ে তিনশ’ সিনেমায় অভিনয় ও ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের স্বীকৃতি স্বরূপ তার হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়। সম্মাননা পেয়ে ইলিয়াস কাঞ্চন বলেন, ‘আমি সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাই। মানুষের কর্মের জন্যই আমরা। আমার দ্বারা মানুষের যেন ভালো কর্ম হোক-এটাই শুধু সৃষ্টিকর্তার কাছে আবেদন।’ অনুষ্ঠানে বাংলাদেশের পাশাপাশি উপস্থিত ছিলেন কলকাতার বিনোদন জগতের তারকারা। উপস্থিত ছিলেন বাংলাদেশের আরেক কিংবদন্তি নায়ক আলমগীর। তাকে দেওয়া হয়েছে রাজ্জাক নামাঙ্কিত লাইভ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কার।
আরও পড়ুন
তিন সিনেমা মুক্তির অপেক্ষায় তুষি
ভিসা জটিলতায় চার যৌথ সিনেমা
নারী নিরপত্তায় কড়া পদক্ষেপ চান: রুক্মিণী