September 21, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, May 21st, 2023, 7:59 pm

ইশতিয়াকের নতুন নাটক ‘তুমি কেন সিঙ্গেল’

অনলাইন ডেস্ক :

চোখ-মুখে কালো কাপড় জড়িয়ে থাকা পাড়ার কিছু ছেলের হাতে প্ল্যাকার্ড। যেখানে লেখা- নীতু তুমি বাংলা ছাড়ো, ওগো বিদেশিনী তুমি অনেক খারাপ, হঠাও বিদেশিনী, নীতু-ফিতু নিপাত যাক! না, কোনো মিছিল কিংবা আন্দোলন নয়। এটি ইশতিয়াক আহমেদের ‘তুমি কেন সিঙ্গেল?’ নাটকের একটি দৃশ্য। মিশু সাব্বির ও রুকাইয়া জাহান চমককে নিয়ে নির্মিত নাটক ‘তুমি কেন সিঙ্গেল?’ আসছে আগামী বৃহস্পতিবার সন্ধ্যায় ‘এ জেড মাল্টিমিডিয়া’র ইউটিউব চ্যানেলে। নাটকে আরো অভিনয় করেছেন শাওন মজুমদার, আনোয়ার হোসেন, পামির, প্রিয়ন্তি গোমেজ, শশী, বাদশাহসহ অনেকে।

নাটকটি প্রযোজনা করেছেন তাজুল ইসলাম রাজীব। নাটকের গল্পে দেখা যাবে, মিশু সাব্বির একজন অবিবাহিত সিঙ্গেল তরুণ। বিয়ের জন্য পাত্রী দেখছে ঘটক। নির্দিষ্ট সময়ে বিয়ে না করতে পারলে ছেড়ে যেতে হবে বড়লোক বাবার বাড়ি ও সম্পত্তি। অন্যদিকে, চমকও বিদেশ থেকে এসেছেন বিয়ে করতে। দুজনই একই ম্যারেজ মিডিয়ার ঘটক শাওন মজুমদারকে ধরে তাদের জন্য পাত্র-পাত্রী খুঁজে দিতে। দুজনেই চাপ দেয়। ফলে কোনোটাই সঠিকভাবে করতে পারে না শাওন। ফলে মিশু সাব্বির এবং চমকের মধ্যে শুরু হয় ইগো ও আধিপত্যের দ্বন্দ্ব। এমনই নানা ঘটনাপ্রবাহের মধ্য দিয়ে চলে সব। ঢাকার বিভিন্ন লোকেশনে দৃশ্যধারণ হয়েছে নাটকটির।