September 19, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, June 25th, 2023, 8:40 pm

ইসরাইলি সেনার গুলিতে ফিলিস্তিনি কিশোর নিহত

অনলাইন ডেস্ক :

ইসরাইলি বাহিনীর গুলিতে এক ফিলিস্তিনি কিশোর নিহত হয়েছে। অধিকৃত পশ্চিম তীরের কালান্দিয়া চেকপয়েন্টে শনিবার এই ঘটনা ঘটে বলে জানিয়েছে ফিলিস্তিনের সংবাদ সংস্থা ওয়াফা। নিহত ওই কিশোরের নাম ইসহাক হামদি আজলুনি। গত শনিবার কালান্দিয়া চেক পয়েন্টের কাছে আজলুনির সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়ে ইসরাইলি বাহিনীর সদস্যরা। এ সময় রাগান্বিত হয়ে ইসরাইলি বাহিনীর এক সদস্য গুলি চালালে তা গিয়ে লাগে আজলুনির গায়ে। পরে দীর্ঘ সময় রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়। স্বাধীনতাকামী গোষ্ঠী আল-আকসা শহীদ ব্রিগেড আজলুনিকে তাদের সদস্য বলে দাবি করেছে। এই গোষ্ঠীটি ফিলিস্তিনি কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে থাকা আল ফাতাহের সশস্ত্র শাখা।

আল-আকসা শহীদ ব্রিগেড ওই অঞ্চলটির নিয়ন্ত্রণ করে থাকে। আল-আকসা ব্রিগেড এক বিবৃতিতে বলেছে, আমাদের বীর যোদ্ধাৃকালান্দিয়া চেকপয়েন্টে সরাসরি ইসরাইলি সৈন্যদের মুখোমুখি দাঁড়ানোর সাহস করেছে। ইসরাইলি পুলিশ জানিয়েছে, ইসহাক হামদি আজলুনি কুর্ফ আকাব অঞ্চলের বাসিন্দা। যা কালান্দিয়া চেকপয়েন্ট থেকে সামান্য উত্তর দিকে অবস্থিত। ঘটনার সময় সে একটি এম-১৬ রাইফেল বহন করছিল। কালান্দিয়া চেকপয়েন্ট কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ। কারণ এটি, অধিকৃত পশ্চিম তীরের সঙ্গে রামাল্লার একমাত্র সংযোগ পথ।